Windows 8 এর Activator লাগবে এখনিই নিয়ে নিন Activator টি।
মাইক্রোসফট বেশ কিছুদিন হলো বাজারে Windows 8 ছেড়েছে। আমাদের মাঝে অনেকেই আমাদের পুরনো অপারেটিং সিস্টেম বাদ দিয়ে নতুন এই অপারেটিং সিস্টেম গ্রহন করেছি। অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে এই অপারেটিং সিস্টেমটি ইন্সটল দেয়া সোজা বলে অনেকেই তা ইন্সটল দিচ্ছে। কিন্তু ইন্সটল করার পর তা Activation করার প্রয়োজন পরে তাই
অনেকের কাছেই এ Activator টি না থাকায় এই অপারেটিং সিস্টেমটি চালাতে বিড়ম্বনায় পরতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আজ আমি নিয়ে এলাম Windows 8 -এর Activator 100% Ok.
কিভাবে Activator-টি ব্যবহার করবেন
Server হতে ফাইলটিকে download করবেন।
Download হওয়া ফাইলটির উপর মাউস পয়েন্টার নিয়ে ডান বাটনে ক্লিক করে Rename সিলেক্ট করতে হবে[Megafileupload]Windows 8 Pro Final Activatonএর পর .exe লিখতে হবে তাহলেই এটি উপযুক্ত Activator হয়ে যাবে।
এরপর ফাইলটির উপর মাউজ পয়েন্টার নিয়ে ডাবল ক্লিকের মাধ্যমে ফাইলটি ইন্সটল হওয়ার পর PC restart চাবে তখন আপনি Ok দিলেই Windows 8activate হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji