Ad Code

Responsive Advertisement

মাত্র পাঁচ বছর বয়সেই Microsoft এর পরীক্ষায় বিশ্বরেকর্ড করল পাকিস্থানি বংশোদ্ভূত আয়ান কুরেসি

 

ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে Microsoft এর সার্টিফিকেট পকেটে পুরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র পাঁচ বছর বয়সের আয়ান কুরেসি। Microsoft এর ব্যবস্থাপনায় বিভিন্ন দেশ থেকে বাছাই করা শিশুদেরকে নিয়ে কম্পিউটার সংক্রান্ত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে বিশ্বরেকর্ড করল পাঁচ বছর বয়সের এই বালক।

 

জানা গিয়েছে, এই মুহূর্তের বিশ্বের সবথেকে কম বয়সি কম্পিউটার প্রফেশনালের তকমা ছিনিয়ে নিয়েছে এই পাকিস্থানি বংশোদ্ভূত শিশুটি। লন্ডন প্রবাসী কভেন্ট্রির বাসিন্দা এই শিশুর পিতা পেশায় একজন আইটি কনসালট্যান্ট। স্ব্ভাবতই তাদের বাড়িতেও ভীষণ রকম তথ্য-প্রযুক্তির চর্চা রয়েছে। তার দাবি, বাড়িতে বসে মাত্র পাঁচ মাসেই সে সফ্টওয়্যার,হার্ডওয়ার এবং প্রোগ্রাম ইনস্টল করা শিখেছে। মাইক্রোসফ্টে থেকে এই সার্টিফিকেট পাওয়ার পর BBC-news কে এক সাক্ষাত্‍কারে জানিয়েছে ক্ষুদে এই কম্পিউটার মাষ্টার আয়ান। পরীক্ষাটি ভীষণ কঠিন হলেও তার কাছে খুব মজার ছিল। সে ব্যাপারটা ভীষণ উপভোগ করেছে। বড় হয়ে ব্রিটেনে একটি টেকনিক্যাল হাব গড়ে তোলার ইচ্ছের কথাও জানিয়েছে সে। তার পিতা ওয়াসিম কুরেসি জানিয়েছেন, এই বয়সে তার ছেলে কম্পিউটার সংক্রান্ত যতটা দক্ষতা অর্জন করেছে, সেটা সত্যিই ইর্শনীয়। কথা প্রসঙ্গে জানালেন, নিয়ম করে দৈনিক দু’তিন ঘণ্টা সে কম্পিউটার নিয়ে কাটায়। ভবিষ্যতে তার ছেলে তথ্য-প্রযুক্তি বিদ্যায় আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাক। সর্বশক্তিমান আল্লাহর কাছে তিনি এই দোয়াও করেন বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ