Ad Code

Responsive Advertisement

খুব সহজেই জেনে নিন কিভাবে ইন্সটল করবেন Windows 7 কে, অন্যান্য, অপারেটিং সিস্টেম, টিপস এন্ড ট্রিকস.

খুব সহজেই জেনে নিন কিভাবে ইন্সটল করবেন Windows 7 কে, অপারেটিং সিস্টেম, টিপস এন্ড ট্রিকস, অন্যান্য, p{font-size:16px;text-align:justify;}

এই আর্টিকেলটি নতুন Windows 7 ব্যবহারকারীদের শেখাবে কিভাবে খুব সহজে Windows 7 ইন্সটল করা যায়। প্রথমে C drive-এ কোন মূল্যবান ফাইল আছে কিনা তা চেক করতে হবে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিবেন।

প্রথমে কম্পিউটার ওন করতে হবে তারপর Del বা F2(আপনার কম্পিউটারের মাদারবোর্ডের উপর নির্ভর করে) চেপে সিস্টেম BIOS-এ ঢুকতে হবে।

Boot মেনুতে ঢুকে CD/DVD হতে Boot নির্বাচন করতে হবে।
F10 চাপার মাধ্যমে configuration save করে এবং BIOS থেকে বের হয়ে কম্পিউটার রিসেট মারতে হবে।
DVD drive-এ Windows 7 DVD ঢুকিয়ে কম্পিউটার স্টার্ট করতে হবে, পরবর্তীতে Windows 7-এর ফাইলগুলো লোড হওয়া আরম্ভ হবে।
Language ইন্সটল করতে হবে, Time এবং Currency ফরমেট, Keyboart অথবা input method. এরপর Next ক্লিক করতে হবে।
Windows 7 কে অপারেটিং সিস্টেম হিসেবে নির্বাচন করতে হবে।
ভালভাবে license terms পড়ে Next ক্লিক করতে হবে।
যদি আগের Windows 7-চেয়ে নতুন Windows 7 ভার্সন ব্যবহার করতে চাই, তাহলে ড্রাইভ অপশনে ক্লিক করতে হবে।
partition চয়েস করতে হবে ইন্সতলেসনের জন্য। যদি কম্পিউটারে একটি ড্রাইভ থাকে তাহলে সহজেই ড্রাইভ সিলেক্ত করা জাবে।আর যদি অনেকগুলো ড্রাইভ থাকে তাহলে C ড্রাইভটিকে সেলেক্ত করতে হবে।
এরপর কম্পিউটার ইন্সটল হওয়ার সময় কয়েকবার রিস্টার্ট নিতে পারে ।
ইউজার নাম এবং কম্পিউতারের নাম লিখে Next-এ ক্লিক করতে হবে।
একাউন্টের জন্য Password দেয়া যায় বা নাও দেয়া যায়।
Activation code বা লাইসেন্স কি লিখার পর Next-এ ক্লিক করতে হবে।
Set Up Windows আসবে এরপর তিনটি অপশন হতে যেকোন একটি অপশন এ সিলেক্ট করে Next-এ ক্লিক করতে হবে।
সময় এবং সময়ের স্থান ঠিক করতে হবে।
Public Network, Work Network, Home Network এগুলো হতে যেকোন একটি নির্বাচন করতে হবে।p

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ