৮টি খাবার (healthy food) যা কমাবে শরীরের ওজন।
![]() |
healthy food |
আমাদের মাঝে অনেকেরই ধারণা যে খাবার মানেই শরীরের ওজন বৃদ্ধি। যা একবারেই সঠিক নয়। কিছু খাবারে যেমন শরীরের ওজন বাড়ে ঠিক একইভাবে কিছু খাবারে কমবে শরীরের ওজন। এমনকি ফলমূল বা শাকসবজির পাশাপাশি রয়েছে এমন কিছু খাবার যা শরীরের ওজন কমাতে সক্ষম এবং দেহকে রাখবে সুস্থ ও সতেজ। নিম্নে ওজন কমাতে সহায়ক এরুপ ৮টি খাবার নাম নিম্নে দেয়া হল।
১.ডিমঃ- ডিম হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যা শরীরের পেশী বৃদ্ধিতে সহায়তা করে ও ভালো কোলেসটোরল বাড়ায়। অন্যদিকে পেশী বৃদ্ধির পাশাপাশি দেহের অর্ধেক চর্বি পুড়ে যায় এমনকি যদি সকালে নাস্তায় একটি ডিম খাওয়া যায় তাহলে সারাদিন আর ক্ষুধাও লাগবে না।
২. গ্রীন টিঃ- মানবদেহের ওজন কমাতে গ্রীন টি একটি দারুন খাবার। দিনে দু কাপ গ্রীন টি পান করলে ভালো উপকার পাওয়া যায়।
৩.ওটসঃ- ওটস স্বল্প ক্যালরির এটি খেতে অনেক সুস্বাদু এবং এতে রয়েছে প্রচুর ফাইবার যা মানবদেহে মেটা বলিজম বাড়ায় ও কোলেসটোরল নিয়ন্ত্রণ করে।
৪. আপেলঃ- আপেলে আছে অনেক অ্যান্টইঅক্সিডেন্ট এবং পেক্টিন, যা চর্বিকে ধ্বংস করতে মূখ্য ভূমিকা পালন করে।
৫. টমেটোঃ- টমেটো হচ্ছে এমনধরণের খাবার যা শরীরের দ্রুত ওজন কমাতে ও ক্যানসার প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়।
৬. মধুঃ- চর্বি ক্ষয় করার পেছনে মূখ্য ভূমিকা পালন করে এই মধু। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে অনেক উপাকার পাওয়া যায়।
৭. রসুনঃ- এতে রয়েছে Allicin যার অ্যানটি ব্যাকটেরিয়াল গুনাবলী খারাপ কোলেস্টোরেল কমায় ও ফ্যাট কমাতে সাহায্য করে।
৮. কাঁচা মরিচঃ- কাঁচা মরিচে রয়েছে Capsaicin যা দ্রুত চর্বি পোড়াতে সহায়ক।
২. গ্রীন টিঃ- মানবদেহের ওজন কমাতে গ্রীন টি একটি দারুন খাবার। দিনে দু কাপ গ্রীন টি পান করলে ভালো উপকার পাওয়া যায়।
৩.ওটসঃ- ওটস স্বল্প ক্যালরির এটি খেতে অনেক সুস্বাদু এবং এতে রয়েছে প্রচুর ফাইবার যা মানবদেহে মেটা বলিজম বাড়ায় ও কোলেসটোরল নিয়ন্ত্রণ করে।
৪. আপেলঃ- আপেলে আছে অনেক অ্যান্টইঅক্সিডেন্ট এবং পেক্টিন, যা চর্বিকে ধ্বংস করতে মূখ্য ভূমিকা পালন করে।
৫. টমেটোঃ- টমেটো হচ্ছে এমনধরণের খাবার যা শরীরের দ্রুত ওজন কমাতে ও ক্যানসার প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়।
৬. মধুঃ- চর্বি ক্ষয় করার পেছনে মূখ্য ভূমিকা পালন করে এই মধু। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে অনেক উপাকার পাওয়া যায়।
৭. রসুনঃ- এতে রয়েছে Allicin যার অ্যানটি ব্যাকটেরিয়াল গুনাবলী খারাপ কোলেস্টোরেল কমায় ও ফ্যাট কমাতে সাহায্য করে।
৮. কাঁচা মরিচঃ- কাঁচা মরিচে রয়েছে Capsaicin যা দ্রুত চর্বি পোড়াতে সহায়ক।
2 মন্তব্যসমূহ
৮টি খাবারের (healthy food) নাম জেনে ভাল হল কাজে আসবে...। কমাবে শরীরের ওজন, জানা অজানা।
উত্তরমুছুনধন্যবাদ ভাই।
উত্তরমুছুনএই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji