Ad Code

Responsive Advertisement

সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!

সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ করতে। তার প্রমাণ দেশবাসী আরেকবার দেখলো শনিবার শাহজাহানপুরের শিশু জিহাদ উদ্ধারের ঘটনায়। সরকারের পোষা বিভিন্ন বাহিনী যখন পরাস্থ সাধারণ মানুষেরা তখন বিজয়ী।  যেমনটি হয়েছিল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময়। সাধারণ জনতা যখন অস্ত্র হাতে তুলে নিল তখনই দেখা দিয়েছিল রক্তরাঙ্গা বিজয়।

সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!
সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!

কিন্তু তারপরও ক্ষমতাসীনরা সাধারণ মানুষকে মূল্যায়ন না করে নিজেদের ক্ষমতার জোর দেখিয়েছে বার বার। আর সাধারণ মানুষকে ঠেলে রেখেছে অনেক দূরে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের কুখ্যাত রানা প্লাজা ধ্বসে ভবনের নীচে আটকা পড়ে হাজার হাজার মানুষ। আর ওই ঘটনায় নিহত হয় শত শত মানুষ।

সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!
সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!

আটকে পড়া হাজার হাজার মানুষ উদ্ধারে এগিয়ে আসে উদ্ধারকারী বিভিন্ন বাহিনীসহ দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ তাদের জীবন বাজি রেখে অসাধারণ কাজ করে দেখিয়ে দিয়েছেন। ওই ঘটনায় সরকারি বাহিনী প্রতি অভিযোগ উঠে সাধারণ মানুষ তাদের জীবন বাজি রেখে ভেতর থেকে আহতদেরকে উদ্ধার করলেও সুরঙ্গের গেটে দাড়িয়ে থেকে উদ্ধারের কৃতত্ব নিয়েছে সরকারী বাহিনী। তারপরও সাধারণ মানুষ বিনা স্বার্থে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!
সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!

যেমনটি শাহজানপুরে সাধারণ মানুষ সুযোগ পেয়ে অসাধারণ কাজটি করে দেখিয়েছে। শনিবার বেলা তিনটার দিকে শিশু জিহাদকে উদ্ধার করা হয়। এর ঠিক পাঁচ মিনিট আগে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করে। শিশু জিহাদকে উদ্ধারের পর ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি বিভাগের আবাসিক সার্জন কে এম নিয়াজ মোর্শেদ মৃত ঘোষণা করেন।




আরও কিছু সংবাদঃ 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো, এতে প্রজুক্তির ব্যবহার যেভাবে হলো। কারা ছিল সেই সাহসী তরুন দল সহ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্যের জন্য দেখে নিতে পারেন প্রযুক্তি.কম এর অন্যান্য প্রতিবেদন এবং সংবাদগুলো।

১) জিহাদ উদ্ধার অভিযানের সাহসী সেই পাঁচ তরুণ @ www.projuktee.com/2014/12/news12.html
 

২) সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!  @ http://www.projuktee.com/2014/12/zihad.html


৩) ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!  @ http://www.projuktee.com/2014/12/bd-tech.html


৪) বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার! @ http://www.projuktee.com/2014/12/projuktee-tech.html

 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো তার কিছু ভিডিও চিত্র নিম্নে দেওয়া হলঃ



প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

শিশু জিহাদের মৃত্যুতে আমরা প্রযুক্তি.কম (www.projuktee.com) পরিবার শোকাহত এবং পাশাপাশি অভিনন্দন জানাই সেই সাহসী পাঁচ তরুণকে। প্রযুক্তি.কম (www.projuktee.com) এর তাদের কৃতত্ত কোনদিনও ভুলবেনা।

প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ