মাত্র ৫ ডলারের বিনিময়য়ে পাওয়া যাবে LCD Monitor আবার Touchscreen.
![]() |
LCD Touchscreen Monitor |
মানবজীবনে এক নতুন মাত্রা যোগ করছে একের পর এক অত্যাধনিক Touchscreen সম্পন্ন মোবাইল ডিভাইসগুলো আর এর সাথে নতুন আরেকটু যোগ করতে সম্প্রতি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর গবেষকরা তৈরি করেছে এমন একটি সেন্সর এর ফলে LCD Monitor-কে Touchscreen-এ পরিণত করতে পারে খুবই সহজে। তবে মনে হতে পারে এতে লাভ কি ইতিমধ্যে বাজারে Touchscreen Monitor পাওয়া যাচ্ছে কিন্তু লাভ হচ্ছে এই Touchscreen LCD Monitor-এর দাম মাত্র ৫ ডলার জি হ্যা অবাগ হলেও এটিই সত্যি।
UTouch নামকরণ করা হয়েছে এই নতুন তৈরিকৃত সেন্সরটির। যখন LCD Monitor-টির Screen-এ Touch করা হবে তখন সেন্সরটি Electro Mgnatic Interface(EMI)একটি সংবেদন তৈরি করে যা হাতের স্পর্শের সাথে কাজ করে। শুনতে কিছুটা অভাগ লাগলেও এর গ্রহণযোগ্যও আছে। ঘরেতে প্রবাহিত বিদ্যুৎ এর আলাদা আলাদা Electro Magnatic স্বাক্ষর থাকে এরফলে UTouch-এ প্লাগ করার ফলে Electro Magnetic স্বাক্ষরগুলো শনাক্ত করতে পারে ফলে এর বাহির হতে যা নির্দেশ দেয়া হবে তাই ইনপুট নিবে।
মোবাইল ডিভাইসগুলোর মতোই LCD Monitor-টির উপরেও হালকা ছুঁয়ে এই সেন্সরটিকে কাজ করানো যাবে। সফটওয়্যার উপযোগী অনেক গেসচার্স বানানো যাবে এই সেন্সরটির মাধ্যমে। এছাড়াও একাধিক গেসচার্স ব্যবহার করা যাবে এই LCD-তে। এখন পর্যন্ত প্রত্যাশানুযায়ী কাজ করে যাচ্ছে এই Monitor-টি। এই ডিভাইস্টি গড়ে ৯৬.৪ ভাগ ইনপুট নিতে পাচ্ছে ফলে বলা হচ্ছে এই ক্ষুদ্র সেন্সরটি সফটওয়্যারসহ ব্যবহার করে একটি সাধারণ LCD Monitor-কে রূপান্তর করা যাবে Touchscreen-এ। আর এতে support করবে অসংখ্য গেসচার্স । এখন পর্যন্ত এটি বাজারজাত করা হয়নি তবে গবেষকরা নিশ্চিত করে জানিয়েছেন যে, বাণিজ্যিকভাবে এই সেন্সরটি বাজারজাত করা হলে এর দাম ৫ ডলারের চেয়ে বেশী হবে না।
UTouch নামকরণ করা হয়েছে এই নতুন তৈরিকৃত সেন্সরটির। যখন LCD Monitor-টির Screen-এ Touch করা হবে তখন সেন্সরটি Electro Mgnatic Interface(EMI)একটি সংবেদন তৈরি করে যা হাতের স্পর্শের সাথে কাজ করে। শুনতে কিছুটা অভাগ লাগলেও এর গ্রহণযোগ্যও আছে। ঘরেতে প্রবাহিত বিদ্যুৎ এর আলাদা আলাদা Electro Magnatic স্বাক্ষর থাকে এরফলে UTouch-এ প্লাগ করার ফলে Electro Magnetic স্বাক্ষরগুলো শনাক্ত করতে পারে ফলে এর বাহির হতে যা নির্দেশ দেয়া হবে তাই ইনপুট নিবে।
মোবাইল ডিভাইসগুলোর মতোই LCD Monitor-টির উপরেও হালকা ছুঁয়ে এই সেন্সরটিকে কাজ করানো যাবে। সফটওয়্যার উপযোগী অনেক গেসচার্স বানানো যাবে এই সেন্সরটির মাধ্যমে। এছাড়াও একাধিক গেসচার্স ব্যবহার করা যাবে এই LCD-তে। এখন পর্যন্ত প্রত্যাশানুযায়ী কাজ করে যাচ্ছে এই Monitor-টি। এই ডিভাইস্টি গড়ে ৯৬.৪ ভাগ ইনপুট নিতে পাচ্ছে ফলে বলা হচ্ছে এই ক্ষুদ্র সেন্সরটি সফটওয়্যারসহ ব্যবহার করে একটি সাধারণ LCD Monitor-কে রূপান্তর করা যাবে Touchscreen-এ। আর এতে support করবে অসংখ্য গেসচার্স । এখন পর্যন্ত এটি বাজারজাত করা হয়নি তবে গবেষকরা নিশ্চিত করে জানিয়েছেন যে, বাণিজ্যিকভাবে এই সেন্সরটি বাজারজাত করা হলে এর দাম ৫ ডলারের চেয়ে বেশী হবে না।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji