Ad Code

Responsive Advertisement

পিসিতে খুব সহজেই Viber চালানো যাবে আসুন জানি কিভাবে, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড, নির্বাচিত।

এখন থেকে পিসিতেও চালানো যাবে Viber.

পিসিতে খুব সহজেই Viber চালানো যাবে
পিসিতে খুব সহজেই Viber চালানো যাবে

আমরা অনেকে Smartphone ব্যবহার  করি আর Smartphone ব্যবহারের ফলে ফ্রীতে Viber ব্যবহারের সুবিধাও ভোগ করি। আমাদের মাঝে যারা Smartphone ব্যবহার করি না কিন্তু Viber ব্যবহার করার অনেক ইচ্ছে পোষণ করেন তাদের জন্য আজকে একটি নতুন সংবাদ নিয়ে এলাম সেটি হলো এখন থেকে খুব সহজেই Viber পিসিতে ব্যবহার করা যাবে আর এ জন্য কেবল  অনলাইন হতে Viber সফটওয়্যারটি ডাউনলোড করে নিলেই হবে। ফাইলটি অবশ্য RAR ফাইল থাকবে যেকারণে আপনাকে আগে হতে WinRAR পিসিতে ইন্সটল করা থাকতে হবে।

প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার মোবাইলে Viber চালাচ্ছেন কিনা তা জানতে চাবে আপনি যদি Smartphone ব্যবহার না করেন তাহলে আপনার নিকটস্থ কারোর Smartphone-এ আপনার সিম ইন্সারট করে Viber চালাবেন এরপর পিসিতে Viber টি Configure করবেন শুরতে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এরপর মোবাইলে একটি কোড আসবে সেটি দিয়ে দিবেন এরপর থেকেই আপনি আপনার পিসিতে  অনায়াসে Viber চালাতে পারবেন।
পিসিতে খুব সহজেই Viber চালানো যাবে
পিসিতে খুব সহজেই Viber চালানো যাবে
  
Viber এর সুবিধাগুলো নিম্নে দেয়া হলোঃ-

 ১.HD সাউন্ড কওয়ালিটির সাহায্যে ফ্রি কল করা যায়।

  ২.Maximum ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়।

 ৩.সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে সাহায্যে মজার
সবম্যাসেজ পাঠাতে পারবেন।   
                
৪.আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।

  ৫.কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দেয়ার ব্যবস্থা  রয়েছে এতে।

৬.কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি

Viber সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)