Ad Code

Responsive Advertisement

চারকোনা তরমুজ বা Square Watermelons কিভাবে চাষ হয়? (Video)

আপনি কখনো চারকোনা তরমুজ (বা Square Watermelon) দেখেছেন? না দেখলে এখনই ভিডিও তে দেখিনিন Square watermelons কিভাবে চাষ করা হয়। আপনার কিনে আনা তরমুজটি না কেটে যাতে সহজেই ফ্রিজে রেখে দেয়া যায়, সে ব্যবস্থা করতেই জাপানের ওকুমুরা নামের এক তরমুজ চাষি ২০ বছর পুর্বে চারকোনা আকারের তরমুজ বা Square watermelons উৎপাদন করেন।

চারকোনা তরমুজ বা Square Watermelons কিভাবে চাষ হয়? (Video)
চারকোনা তরমুজ বা Square Watermelons কিভাবে চাষ হয়? (Video)


কেবল টেলিভিশন বাক্সের মতোই নেই, চাইলে পিরামিড বা মানুষের মুখের আকৃতির তরমুজও আপনি কিনতে পারবেন জাপানের যে কোনো তরমুজ শপ থেকে এসকল তরমুজ বিশ্ব বাজারে Square watermelons, Pyramid watermelons সহ ভিবিন্ন নামে পরিচিত । প্রায় ২০ বছর ধরে ওকুমুরা নামক Square watermelons এর উদ্ভাবক এ ধরনের তরমুজ উৎপাদন করে আসছেন। কারণ হিসেবে প্রথমে আসে রিফ্রেজারেটরের কথা।

আপনি কখনো চারকোনা তরমুজ (বা Square Watermelon) দেখেছেন? না দেখলে এখনই ভিডিও তে দেখিনিন Square watermelons কিভাবে চাষ করা হয়। আপনার কিনে আনা তরমুজটি না কেটে যাতে সহজেই ফ্রিজে রেখে দেয়া যায়, সে ব্যবস্থা করতেই জাপানের ওকুমুরা নামের এক তরমুজ চাষি ২০ বছর পুর্বে চারকোনা আকারের তরমুজ বা Square watermelons উৎপাদন করেন।
চারকোনা তরমুজ বা Square Watermelons


বাজারের অন্যান্য তরমুজের চেয়ে এটি আকৃতিতে একটু আলাদা হওয়ায় দামটাও কিন্তু বেশি গুনতে হবে আপনাকে। একটি চারকোণাকার তরমুজ বা Square watermelons  কিনতে হলে লাগবে ১২ হাজার ইয়েন। টাকার হিসাবে সেটা কম করে হলেও ৭ হাজার ৮০০ টাকা। আর পিরামিড আকৃতির তরমুজ বা Pyramid watermelons কিনতে হলে প্রতি তরমুজে দিতে হবে প্রায় ৮০ হাজার ইয়েন। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)