Ad Code

Responsive Advertisement

বাংলাদেশের সকল জনপ্রিয় প্রযুক্তি সাইট এর লিস্ট - Tech Website List

বাংলাদেশের সকল জনপ্রিয় প্রযুক্তি সাইট এর লিস্ট - Tech Website List

 

 

প্রিয় টেক tech.priyo.com

তথ্য ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলোর মধ্যে টপ রাঙ্ককিং এ www.tech.priyo.com এর অবস্থান। বিভিন্ন প্রযুক্তির দেশি-বিদেশি খবর, ফ্রিল্যান্সিং, রিভিউ, টিউটোরিয়াল সহ ব্লগিং এর সংবাদ পাবেন এই সাইটে। বিভিন্ন সফটওয়্যার, টেলিকম প্রযুক্তি, ইন্টারনেট এবং গ্যাজেটের সর্বশেষ সংবাদ পাবেন www.tech.priyo.com এ। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তিগত জিনিসের রিভিউ পাবেন এই ওয়েবসাইটে। যার ফলে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা কিনতে আপনার অনেক সুবিধা হবে। কারন আপনি ঘরে বসেই tech.priyo.com এর মাধ্যমে জেনে নিতে পাচ্ছেন জিনিসপত্রের দাম এবং বিভিন্ন কনফিগারেশন। এছাড়া নতুন উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তির সংবাদ পাবেন এখানে। পিসি ও অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল পাবেন টেক.প্রিয়.কম এ। তাই এখনি ভিজিট করুন www.tech.priyo.com এ আর জেনে নিন তথ্য প্রযুক্তির সর্বশেষ সংবাদ।


আইসিটি সংবাদ | www.ictshangbad.com

ICT Shongbad “আইসিটি সংবাদ” মূলত প্রযুক্তি সংবাদ ভিত্তিক একটি ওয়েবসাইট। সারা বিশ্বের প্রযুক্তি সংবাদ পাওয়া যাবে এখানে, যা নিয়মিতভাবেই আপডেট করা হয়। এই সাইটটির মূল ডোমেইনেই সকল প্রযুক্তি সংবাদ দিয়ে থাকে, যেখান থেকে পাওয়া যাবে টেলিকম জগতের সকল রকমের খবরাখবর। দেশ-বিদেশের আইটি সংবাদ সহ আরও মজার মজার সব তথ্য পেতে ভিজিট করুনঃ www.ictshangbad.com


টেকটিউনস | techtunes.com.bd

http://s.techtunes.com.bd/tDrive/tuner/iamakash/321656/50353_56099542259_407306_n1.jpgপ্রযুক্তির ছড়াছড়ি আজ চারদিকে। সারা দুনিয়া মেতেছে প্রযুক্তি নিয়ে। প্রযুক্তি সচেতনদের লেখালেখি আর আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সবাই আরো প্রযুক্তি সচেতন হয়ে উঠবে। ঘুচবে ডিজিটাল ডিভাইডের অভিশাপ। এভাবেই এ ব্লগিং সাইট থেকে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী প্রযুক্তি মনস্ক হয়ে উঠবে। এতসব মাথায় রেখেই তৈরি হয়েছে টেকটিউনস - প্রযুক্তি সুরে মেতে উঠার জন্য। এখানে আপনি কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় ব্লগ লেখতে পারবেন এবং অন্যদের ব্লগে বাংলায় মন্তব্যও করতে পারবেন। এছাড়া নতুন উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তির সংবাদ পাবেন এখানে। পিসি ও অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তিগত জিনিসের রিভিউ এর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান পাবেন techtunes.com.bd এ। তাই টেক টিউন ওয়েবসাইটে ভিজিট করে টিপস এবং টিউটোরিয়াল গুলো থেকে নিতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য।


টিউনারপেজ | tunerpage.com

http://cdn.bn.banglanews24.com/media/files/tuner_821255296.jpgবাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু গত ২১শে ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে। এদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। মানুষের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা। টিউনারপেজে আছে ধারাবাহিক টিউটোরিয়াল, প্রযুক্তি বিষায়ক নতুন ও পুরাতন খবর। এখানে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন। এখানে আপনি কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় ব্লগ লেখতে পারবেন। ইন্টারনেট, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, এন্টি ভাইরাস, এন্ড্রয়েড, ওপেনসোর্স প্রোগ্রাম, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইনিং, কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনিং, জুমলা, টরেন্ট, লিনাক্স/উবুন্টু, ব্লগিং, ভিডিও টিউটোরিয়াল, রিভিউ সহ তথ্য-প্রযুক্তির টিপস এবং টিউটোরিয়াল দেয়া আছে। তাই এখনি ভিজিট করুন www.tunerpage.com এ।


পিপীলিকা ডট কম | pipilika.com

পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জিপিআইটি সমন্বিতভাবে তৈরি করেছে এই বাংলা সার্চ ইঞ্জিনটি। পিপীলিকায় বাংলা সার্চের জন্য নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষসহ আরও অনেক কিছু থাকছে পিপীলিকায়। সাইটি ওয়েব ঠিকানা: www.pipilikal.com

দেশি অফার | deshi-offer.com

Bangladeshi Offers | www.deshi-offer.com বাংলা ভাষায় প্রযুক্তির সকল অফার পেতে দেশি অফার একমাত্র মাধ্যম। প্রযুক্তির অফার দিন দিন বেড়েই চলেছে তৈরি হচ্ছে নতুন অনেক কিছু, কিন্তু কেউ এই সকল নতুন প্রযুক্তির সমন্ধে জানতে পারছে আর কেউ হয়তো পারছে না তাই সেই কারনেই দেশি-অফার এর জন্ম হয়েছে প্রযুক্তির নতুন নতুন অফার সকলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে। এখানে অনেক গুলো বিভাগ রয়েছে যেমন: অন্যান্য, অ্যাড্রয়েড, আউটসোর্সিং, ইন্টারনেট, ইলেক্ট্রনিক্স, উইন্ডোজ, ওপেন সোর্স, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবওয়্যার, খবর, গ্রাফিক্স জিজাইন, টিউটোরিয়াল, টিপস ও ট্রিকস, ডাউনলোড, নির্বাচিত, প্রতিবেদন, বাংলা কম্পিউটিং, বিজ্ঞান ও প্রযুক্তি, বিডিরঙ রিসোর্স, মজার বাক্স, মোবাইলীয়, সাহায্য ও জিজ্ঞাসা, হ্যাকিং। এই সাইটের ঠিকানা দেশি অফার | deshi-offer.com

আরও অনেক প্রযুক্তিগত সাইট বাংলাদেশে রয়েছে আশা করি পরবর্তি পোস্ট "বাংলাদেশের সকল জনপ্রিয় প্রযুক্তি সাইট এর লিস্ট - Tech Website List ২" তাদের একটা লিস্ট দিব। আপনার মতে বেস্ট বাংলা প্রযুক্তি সাইট কোনটি মন্তব্য করে জানাতে পারেন। এছাড়াও আপনার প্রিয় প্রযুক্তি সাইটটির নাম শেয়ার করতে পারেন। আজ এটুকুই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ