Ad Code

Responsive Advertisement

মাইক্রোসফট এর ঘোষণা - বিনামূল্যে পাওয়া যাবে উইন্ডোজ ১০ ।।

 
Windows 10 and Bing

Windows 10 and Bing


মাইক্রোসফট তাদের নুতন উইন্ডোজ ১০ কে এমন ভাবে তৈরি করছে যেন বিলিয়ন বিলিয়ন ডিভাইস-এ এটি খুজে পাওয়া যায় । বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট উইন্ডোজ ১০ কে কম মূল্যের ভার্সন-এ বাজারে ছাড়তে যাচ্ছে ।


বিং(Bing) এবং উইন্ডোজ ১০ মিলিত ভাবে তাদের লক্ষ্য নির্ধারণ করেছে তুলনামূলক ছোট স্ক্রীন এর ডিভাইস গুলোর জন্য তারা বিশেষ সুবিধা প্রদান করবে । তারা ঘোষণা দিয়েছে ৯ ইঞ্চি কর্ণ দৈর্ঘ্য বিশিষ্ট স্ক্রীন এর জন্য তাদের সফটওয়্যার বিনা মূল্যে ব্যাবহারের অনুমতি দিবে ।  তবে বিং (Bing) এর পরিসেবা ব্যাবহারের জন্য বাধ্য থাকতে হবে ।

মাইক্রোসফট কে এখনও বিশ্বের অন্যান্য মোবাইল অপারেটিং সিস্টেম এর সাথে তুমুল প্রতিযোগিতা করতে হচ্ছে । এবং এই তালিকার শীর্ষে রয়েছে  অ্যান্ড্রয়েড এবং আই ফোন । এবং স্কুল এবং কলেজ এর মত প্রতিষ্ঠান ব্যাবহার করা হয় গুগল এর ক্রম বুক এর মত সস্তা ল্যাপটপ ।

বিং(Bing) এবং উইন্ডোজ ১০ মিলিত ভাবে তাদের এই সকল হারানো স্থান ফিরে পেতে চেষ্টা করে যাবে বলে জানিয়ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ