Ad Code

Responsive Advertisement

ল্যাপটপ এর ব্যাটারি সেভিং এর জন্য ক্রম ব্রাউজার এর নুতন আপডেট ।।

Google Chorme Browser

গুগল ক্রম ব্রাউজার আমারা কম বেশি সবাই উসে করছি । জনপ্রিয়তার বিচারে এর অবস্থান অনেক উপরে । কিন্তু এই ব্রাউজার এর একটি অন্যতম প্রধান অভিযোগ এটি ল্যাপটপ এর ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে এবং অনেক বেশি র‍্যাম এর মেমোরি ব্যাবহার করে । তাই গুগল এই ব্রাউজার এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে যেন এই সমস্যা গুলো সমাধান হয় ।  



গুগল তাদের ব্রাউজার এর একটি আপডেট আনছে যা এখনও বেটা (Beta) ভার্সন এ আছে । এই ভার্সন এ যে আপডেট আনা হয়েছে তাতে আপনি কন নুতন ট্যাব ওপেন করলে কোন ফ্ল্যাশ ভিডিও অটোপ্লে হবে না । ব্যাবহারকারি সেটিং-এ পরিবর্তন করতে পারবে যে কোন প্রকার অটোপ্লে যেন না হয় অথবা শুধু মাত্র ওয়েব সাইট এর সেন্ট্রাল "central" কন্টেন্ট-ই অটোপ্লে হয় । ক্রম ব্রাউজার যদি কোন ভিডিও পজ (pause) করে রাখে তাহলে ক্লিক করলে প্লে হবে ।

এই নুতন ফিচার যোগের মাধ্যমে ল্যাপটপ এর ব্যাটারি সেভিং হবে অনেক গুন বেশি । এছারাও
একটি নির্দিষ্ট সময় পরে ক্রম ব্রাউজার আপনার অব্যাবহৃত ট্যাবকে অকার্যকর করে রাখবে ।

সত্যিকার অর্থেই অনেক ভাল কিছু ফিচার যোগ হতে চলেছে । So Say Welcome to it !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ