Ad Code

Responsive Advertisement

অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম হতে যাচ্ছে "M"(Next Android version may be named Muffine), অ্যান্ড্রয়েড, অপারেটিং সিস্টেম, নির্বাচিত

বর্তমানে গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে জোরেশোরে। আর এরই ফলশ্রুতিতে চলতি মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও অর্থাৎ  গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স থেকে এর ঘোষণা দেওয়া হতে পারে বলে জেনে গেছে।

 

Next Android version may be nammed Muffine
Next Android version may be nammed Muffine

 

 গুগল আই/ও-এর ওয়েবসাইট থেকে জানা গেছে যে, অ্যান্ড্রয়েডের নতুন যে সংস্করণটি আনতে যাচ্ছে তার নাম হতে পারে অ্যান্ড্রয়েড এম। তবে গুগলের ওয়েবসাইটে ভুলবশত এই বিষয়টি প্রকাশিত হয়ে যাওয়ার পর গুগল এই খবরটি সরিয়ে নিয়েছে।

ধারণা করা হচ্ছে যে,অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটি কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি করা হচ্ছে এবং এর ফলে মোবাইল অপারেটিং সিস্টেমটির নতুন এই সংস্করণের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগত এই নতুন সংস্করণটি বিগত সব সংস্করণকে পিছনে ফেলে কর্পোরেট জগতে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ