Ad Code

Responsive Advertisement

ঢাকায় আবার শুরু হতে যাচ্ছে "ল্যাপটপ মেলা"


 

'সবার জন্য ল্যাপটপ' শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৫তম ল্যাপটপ মেলা।

 



অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, গিগাবাইট, অ্যাভিরা, জিওনিসহ বিশ্বের নামিদামি সব ব্র্যান্ড তাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে মেলায় হাজির হয়েছে। রয়েছে নানা ধরণের আকষর্ণীয় অফার। নতুন এসব ল্যাপটপ কালেকশন সম্পর্কে যারা জানতে চান তারা ঘুরে আসতে পারেন এ মেলায়। এদিকে, আয়োজকরা জানিয়েছেন, মেলার টিকিট থেকে আয় করা অর্থের ২৫ শতাংশ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করা হবে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশে টিকিটের মূল্য ৩০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ