Ad Code

Responsive Advertisement

কর মুক্ত ইন্টারনেটের দাবি নিউজপোর্টালদের

কর মুক্ত ইন্টারনেটের দাবি নিউজপোর্টালদের

ডিজিটাল নিউজপোর্টালকে করমুক্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে এডিটরস’ ফোরাম অব ডিজিটাল নিউজপোর্টাল (EFDN)।


রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পাঠানো একটি চিঠিতে এই দাবি জানায় সংগঠনটি। আসন্ন বাজেটেই এর প্রতিফলন দেখতে চেয়েছে ইএফডিএন। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এছাড়া দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে দাবিটি উত্থাপন করা হয়েছে। ডিজিটাল নিউজপোর্টালগুলোর সম্পাদকদের এই ফোরাম মনে করে যেসব নিউজপোর্টাল ন্যুনতম ৫০ টেরাবাইট (১ হাজার গিগাবাইট= ১ টেরাবাইট) ব্যান্ডউইথ ব্যবহার করে, ৬০ শতাংশ নিজস্ব কনটেন্ট তৈরি করে ও যাদের মোট কর্মী সংখ্যা ন্যুনতম ২৫ জন তারা সরকারের এই সুবিধাগুলো পেতে পারে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (BTRC) এপ্রিল ২০১৫ রিপোর্টে দেওয়া তথ্যের অনুযায়ী দেশের ৩ কোটি ৪৩ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। মোট জনসংখ্যার হিসাবে যা ২১ শতাংশের বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ