Ad Code

Responsive Advertisement

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট এখন ক্রিকেট প্র্যাকটিসে বেস্ত


দৌড়বিদ উসাইন বোল্ট বিশ্বের দ্রুততম মানব, আবার সেই তিনিই দারুণ ফুটবল আর ক্রিকেট প্রেমিক। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তাঁর ভালোবাসা যেমন সবার জানা, তেমনি জানা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের সঙ্গে বন্ধুত্বের কথাও। উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট-ঐতিহ্যের অন্যতম ধারক জ্যামাইকা থেকে। তিনি বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ক্রিকেট বিশ্বকাপ চলছে, এ সময় তো আর চুপচাপ বসে থাকতে পারেন না বজ্রবিদ্যুৎ। দ্য ক্রিকেট মান্থলি সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর ক্রিকেটপ্রেম, প্রিয় ক্রিকেটার আর ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে ভাবনার কথা।

 

 

 

# ক্রিকেটের মধ্যে কী এমন আছে যা আপনাকে এত আকর্ষণ করে?

উসাইন বোল্ট: ছোটবেলা থেকেই দেখতাম বাবা সারা দিন টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছেন৷ ব্যস, তখন থেকেই ক্রিকেটের প্রেমে পড়ে গেলাম৷


# আপনার বেড়ে ওঠার সময় এমন কোনো ক্রিকেটার ছিল, যাঁর মতো হতে চেয়েছিলেন?

বোল্ট: ওয়াকার ইউনিস ছিল আমার প্রিয় ক্রিকেটার৷ জানেন তো, আমিও তো ফাস্ট বোলার ছিলাম৷ ওর গতি আর বোলিং স্টাইলটা দারুণ লাগত৷ আর আমি শুধু ফাস্ট বোলার ছিলাম তা-ই নয়, নিজেকে যথেষ্ট ভালো বোলার বলে মনে করতাম (হাসি)। আমার হাত থেকে ইনসুইঙ্গার বেরোনো মানেই উইকেট৷


# আর ব্যাটসম্যান...কারও মতো হতে চেয়েছিলেন?

বোল্ট: প্রাইমারি স্কুলেই আমাদের ক্রিকেটের প্রাথমিক ব্যাপারগুলোর সঙ্গে হাতেখড়ি হয়ে যেত৷ কী করে ব্যাট করতে হয়, সেটা আমাদের পিটি-র শিক্ষকই প্রথম শিখিয়েছিলেন আমাকে৷ আমার তো ব্রায়ান লারাকে দারুণ পছন্দ। ওর ব্যাটিং দেখতে খুব ভালো লাগত৷ ওর স্টাইল, ক্লাস সবই অমূল্য৷


# আপনার পছন্দের শট কোনটা?• আর কোন শটটা শিখতে চান?

বোল্ট: কাভার ড্রাইভ৷ রিভার্স সুইপটা আরও রপ্ত করতে হবে৷


# সেরা ক্রিকেটীয় মুহূর্ত কোনটা?

বোল্ট: একটা নয়, দুটো৷ ব্রায়ান লারাকে ৪০০ রান করতে দেখা৷ আর কোর্টনি ওয়ালশ যখন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন।


# কোন মাঠে বসে ক্রিকেট দেখতে সবচেয়ে ভালো লাগে?

বোল্ট: আমাদের ক্যারিবিয়ান দ্বীপে ক্রিকেট মানেই উৎসব, প্রাণচাঞ্চল্য৷ বিশেষ করে কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়ানডে ম্যাচ হলে তো কথাই নেই৷ আমার তো খুব ইচ্ছে, একদিন মাঠে বসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখব।


# ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের যা হাল এখন...আপনার কোনো পরামর্শ আছে?

বোল্ট: খেলোয়াড়দের বলব, যাও না আমাদের সাবেক সব ক্রিকেটারের কাছে, কিংবদন্তিদের কাছে৷ একটু কথা বলো তাঁদের সঙ্গে৷ কী করে তাঁরা সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন, সেটা শুনলেই অনেক কিছু শিখতে পারবে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ