Ad Code

Responsive Advertisement

অর্থ খতিগ্রস্থের মুখে টুইটার

 

এই অর্থবর্ষের বিগত শেষ তিন মাসে টুইটার লোকসান করেছে বলে সংস্থাটি জানানো হয়েছে। সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে, চলতি অর্থবর্ষের শেষ তিন মাসে সংস্থার মোট লোকসানের পরিমাণ ১২ কোটি ৫০ লক্ষ ডলার৷তবে সংস্থার আয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

রিপোর্টে দেখা গিয়েছে, সংস্থার মোট আয় বৃদ্ধি পেয়ে ৪৭ কোটি ৮০ লক্ষ ডলার হয়েছে৷পাশাপাশি টুইটার ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

শেষ রিপোর্টে দেখা গিয়েছে বর্তমানে সক্রিয় টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি৷সংস্থার তরফেও টুইটার জনপ্রিয় করে তোলার  চেষ্টা করা হচ্ছে৷ অতি সম্প্রতি গুগল ও টুইটারের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এবার থেকে গুগলের সার্চ লিস্টেও টুইটার বার্তা দেখার বন্দোবস্ত করা হয়েছে । এখন দেখার বিষয় হচ্ছে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টুইটারের আয় বৃদ্ধি পায় কি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ