Ad Code

Responsive Advertisement

ভিডিও এবং গ্রুপ বার্তা সেবা চালু করলো টুইটার

মাইক্রোব্লগ লেখার বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে এবার ভিডিও রাখা যাবে। পাশাপাশি সরাসরি গ্রুপ বার্তাও পাঠানো যাবে। এর ফলে ৩০ সেকেন্ডের ভিডিও করে তাৎক্ষণিকভাবে টুইটারে দিতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের সরাসরি বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে একজনের বেশি মানুষকে বার্তা পাঠানোর সুবিধাও চালু হয়েছে। এতে একবারে ২০ জনকে বার্তা পাঠানো যাবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

 


দীর্ঘদিন পর টুইটার এ সুবিধা দুটি চালু করেছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস যন্ত্রে টুইটার অ্যাপে ইতিমধ্যে এ সুবিধা দুটি যুক্ত হয়ে গেছে। নতুন হালনাগাদেই ব্যবহারকারীরা সুবিধা দুটি পাবেন বলে জানা গেছে।


মূলত সামাজিক যোগাযোগের জনিপ্রয় ওয়েবসাইট ফেসবুকে ভিডিও সুবিধা চালুর পর থেকেই টুইটারে এটি চালুর ব্যাপারে আলোচনা শুরু হয়। ফেসবুকে একাধিক ব্যবহারকারীকে সরাসরি বার্তা পাঠানো যায়। এত দিন টুইটারে সরাসরি বার্তা শুধু একজনকেই পাঠানো যেত। এখন সেটি গ্রুপ বার্তা আকারে ২০ জনকে পাঠানো যাবে। ‘ভাইন’ নামের অ্যাপ দিয়ে এত দিন টুইটারে ছোট ভিডিও দেওয়া যেত। এবার সরাসরি টুইটারেই নিজের স্মার্টফোন ব্যবহার করেই ৩০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা যাবে।


টুইটারের পণ্য পরিচালক জিনেন কামদার বলেন, সারা বিশ্বেই টুইটারে দারুণ সব মুহূর্ত ইতিমধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। সেগুলো যদি ভিডিও আকারে প্রকাশ করার চিন্তা থেকেই টুইটারে এ সুবিধা যুক্ত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ