Ad Code

Responsive Advertisement

আগামীকাল বাংলাদেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি A3 এবং A5 স্মার্টফোন

 বাজারে ধাতব ফ্রেমের গ্যালাক্সি A3 এবং A5 স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং বাংলাদেশ। ৩০ জানুয়ারি দেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে বাজারে ছাড়া হবে স্মার্টফোন দুটি।

সামসাং গ্যালাক্সি এ৩ এর রিভিউ

কালারঃ কালো, সাদা, সোনালি ও রুপালি রঙের ধাতব ফ্রেমের গ্যালাক্সি এ৩ কিনতে পাওয়া যাবে।


অপারেটিং সিস্টেমঃ Android 4.4 KitKat
 

ডিসপ্লেঃ অ্যামোলেড ৪.৫”

প্রসেসরঃ  ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর

র‍্যামঃ ১ জিবি

মেমোরিঃ সর্বোচ্চ ৬৪ জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে

ক্যামেরাঃ পিছনে ৮ মেগা পিক্সেল রেয়ার আর সামনে ৫ মেগা পিক্সেল রেয়ার। এটি দিয়ে আপনি অনেক ভাল মানের সেলফি তুলতে পারবেন।

সিমঃ দুটি সিম ব্যাবহার করতে পারবেন।

ব্যাটারিঃ ১৯০০ লিথিয়াম আইয়ন

দামঃ ২৫ হাজার ৯শ’ টাকা

Samsung Glaxy A3 Video Review

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ভাইয়া a3 ফ্যাক্টরি রেস্ট মেরেছি এখন কোন মতেই ফোন চালু করতে পারছিনা।

    উত্তরমুছুন

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)