Ad Code

Responsive Advertisement

প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি গুলতে

শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে কাজী আজহার আলী ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা (কিউএএআইপিসি)। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৮০টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে নেপালের কাঠমাণ্ডু ইউনিভার্সিটি ও ভারতের কলকাতা ইউনিভার্সিটি দলও রয়েছে।


প্রতিযোগিতার উদ্বোধন করবেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান। ২০১০ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি। এবারই প্রথম বাইরের দুটি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় দল পাবে যথাক্রমে ৫০ ও ২৫ হাজার টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ