Ad Code

Responsive Advertisement

প্রায় ১৯ কোটি ইন্সটাগ্রাম একাউন্ট (Instagram Account)রাতারাতি হাওয়া আসুন জেনে নেই কিভাবে, প্রতিবেদন, সোশ্যেল মিডিয়া।

ইন্সটাগ্রাম (Instagram Account) হতে রাতারাতি প্রায় ১৯ কোটি একাউন্ট হাওয়া।

Instagram account
Instagram Account

একদিনে ধ্বসে গেল এতদিনে গড়া ইন্সটাগ্রামের অনুসারীর সাম্রাজ্য। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পপ গায়করা এদের মাঝে জাস্টিন বিবার যিনি হারিয়েছেন ৩৫ লাখ ৩৮ হাজার ২২৮ জন ফলোয়ার। অন্যদিকে র‍্যাপ গায়ক একন হারিয়েছেন ৫৬ শতাংশ ভক্ত।

অন্যদিকে ওয়েলিংটন ক্যামপসের যিনি অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি স্বল্পসময়ের মধ্যে হারিয়েছেন  ৩২ লাখ ৮৪ হাজার ৩০৪ জন ফলোয়ার। অন্যদিকে আরেকটি মজার ব্যাপার হলো চিরাগ চিরাগ৭৮ নামের একটি একাউন্টের ৩৬ লাখ ৬০ হাজার ৪৬০ অনুসারীর ৯৯ শতাংশ ফলোয়ারই অদৃশ্য হয়ে গেছে এতে তিনি ক্ষোভে ফেটে নিজ একাউন্টই ডিলিট করে দেন।

এ  অভিনব কর্মকাণ্ডের জন্ম দিয়েছে জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম নিজেই আর এজন্য বর্তমানে ব্যবহারকারীর তোপের মুখেও পড়েছে  ফেইসবুক মালিকানাধীন এ অ্যাপ কর্তৃপক্ষ। একটি সিদ্ধান্তের কারনেই এক নিমিষে ইন্সটাগ্রাম হতে রাতারাতি ১৮ কোটি ৮৮ লাখ ২১১ জন ফলোয়ার হারিয়ে গেছে।

ইন্সটাগ্রাম অবশ্য বলেছে স্প্যাম পোস্টের কারনেই কোটি কোটি ব্যবহারকারীর একাউন্ট ইন্সটাগ্রাম ডিলিট করে দিয়েছে ফলে অনেকের অনুসারীর সংখ্যা এক ঝটকায় কমে গেছে।  বৈধ ব্যবহারকারীদের স্প্যাম ঠেকাতে আপত্তি ও অনুরোধের ঢেকি গিলতেই অ্যাকাউন্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে  অ্যাপ কর্তৃপক্ষ।

ইন্সটাগ্রাম ফেইসবুককে অনুসরণ করে  স্প্যাম কমাতে এবং বৈধ ব্যবহারকারীদের অ্যাকাউন্টকে রক্ষা করতে নিয়মিত অ্যাকউন্ট ডিলেট করে থাকে। তবে ব্যবহারকারীদের মতে এবার একটু বেশী হয়েছে বলে তারা মন্তব্য করে এমনকি এটিকে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের খামখেয়ালীপনা বলেও সমালোচনা করে ব্যবহারকারীরা।

তবে ইন্সটাগ্রামে এই উদ্যাগের ফলে ব্যাপক হারে ভুক্তভূগি হয়েছে তারকারা কারণ তারকাদের অনেকেই বড় সংখ্যার ভক্ত হারিয়ে ফেলেছে এই উদ্যাগের কারণে।

ইন্সটাগ্রাম চলতি মাসের শুরুতে স্প্যাম বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দেয়। আর এ প্রসঙ্গে ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী এবং প্রতিষ্টাতা কেভিন সিস্ট্রোম বলেন, "ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে এ ধরনের অ্যকাউন্টগুলো ডিলেট করা হয়েছে" এমনকি তিনি  এসব অ্যাকাউন্ট আর কখনই ফিরে পাওয়া যাবে না বলেও নিশ্চিত করেন।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ