BBC এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সমপর্যায়ে পৌঁছেছে কিনা তা পরীক্ষা করতেই এ প্রস্তাব দিয়েছেন অধ্যাপক মার্ক রিডল। পরীক্ষাটি প্রসঙ্গে জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনলজি’র অধ্যাপক রিডল জানিয়েছেন, কৃত্রিম এজেন্ট যদি কোনো প্রকার শৈল্পিক ধরন অনুযায়ী নিজ হাতে মননশীল কিছু সৃষ্টি করতে পারে এবং তা যদি মানবীয় বুদ্ধিমাত্রায় তৈরি সৃষ্ট কিছুর মতো হয়, তাহলেই কৃত্রিম এজেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেয়া হবে।
এই ধরনের পরীক্ষার ধারণাটি নেয়া হয়েছে ২০০১ সালে কৃত্রিম বুদ্ধিমাত্রার উপর প্রস্তাবিত পরীক্ষা লাভলেস ২.০ থেকে। ওই পরীক্ষার নিয়ম ছিল, রোবট তার কৃত্রিম বুদ্ধি ব্যবহার করে কিছু একটা তৈরি করবে, কিন্তু কীভাবে তা তৈরি হয়েছে সেটি ব্যাখ্যা সক্ষম হবে না। ইতোমধ্যে গল্প ও ছবি আঁকার জন্য প্রয়োজনীয় অ্যালগরিদমও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিংয়ের নামে নামকরণকৃত টিউরিং টেস্ট ব্যবহার করে থাকেন।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji