Ad Code

Responsive Advertisement

একশত কোটি ডলার ক্ষতিপূরণ মামলা ইউটিউবের বিরুদ্ধে

কপিরাইট আইন লঙ্ঘন করে YouTube কে আপলোড করা প্রায় ২০,০০০ ভিডিও অপসারণের উদ্যোগ নিতে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তারকা শিল্পীরা। অন্যথায় ইউটিউব এর বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন তাঁরা।


তারকাদের মধ্যে আছেন ফ্যারেল উইলিয়াম, দ্য ঈগল প্রমুখ। তাঁদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কাজ করছে গ্লোবাল মিউজিক রাইটস (GMR)। প্রতিষ্ঠানটি প্রায় ৪০ জন নামকরা আর্টিস্ট এবং ব্যান্ডের হয়ে কপিরাইট লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাজ করছে।
জিএমআর-এর পক্ষ থেকে মিউজিক বিজনেস ম্যাগনেট আরভিং অ্যাজোফ জানান, ইউটিউবে থাকা হাজার হাজার ভিডিও কোন ধরণের কপিরাইট আইন ছাড়াই আপলোড করা হয়েছে এবং ইউটিউব সেগুলো সংরক্ষণ করছে। নিয়মিতভাবে মানুষ এই ভিডিওগুলো দেখছে যার কোন আইনি ভিত্তি নেই।
তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইউটিউবের চুক্তি থাকলেও অধিকাংশ শিল্পীর সাথেই তাঁদের কোন ধরণের চুক্তি নেই। আর ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি জানান, সঙ্গীতশিল্পীদের সাথে চুক্তির ব্যাপারে ইউটিউব বরাবরই উদাসীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ