Ad Code

Responsive Advertisement

Googler এর আসল অপারেটিং সিস্টেম থাকবে Symphoney এর নতুন মোবাইল ফোনে

 

এ বছর শেষে গুগলের কর্তৃপক্ষ বাংলাদেশের মোবাইল ফোনের বাজারকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল। ওই সময় অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে ছাড়ার কথা জানিয়েছিলেন গুগলের অ্যান্ড্রয়েড প্রধান। এবারে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কায় অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের অংশ হিসেবে সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বাংলাদেশে এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।


সিম্ফনির তৈরি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনটির নাম হবে রোর এ৫০। বাংলাদেশের বাজারে মোবাইল উন্মুক্ত করা প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফোনগুলো কমদামে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে পারবে।

গুগল ডেস্কটপ সেবার সার্চ বা অন্যান্য সুবিধার জন্য পরিচিত হলেও বাংলাদেশের মতো দেশে মানুষ প্রাথমিক ইন্টারনেটের প্ল্যাটফর্ম হিসেবে এখন মোবাইল ফোন ব্যবহার করছে। এ বাজারে গুগল আধিপত্য বাড়াতে গুরুত্ব দিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ফোন উন্মুক্ত করার সময় অ্যান্ড্রয়েড প্রধান "সুন্দর পিশাই" বলেন, পশ্চিমা বিশ্বে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত ফোন উন্মুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই আমাদের। তবে শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার বাজারে এই ফোন আনা হবে।

সুন্দর পিশাই বলেন, অ্যান্ড্রয়েড ওয়ান চালিত স্মার্টফোন হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন । অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে ফোন কম দামে বাজারে স্মার্টফোন ছাড়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী দামে ভালোমানের ও ইন্টারনেট সুবিধার ফোন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে বলেও জানান তিনি।


ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর স্মার্টফোন নির্মাতা হিসেবে কাজ করছে স্পাইস, মাইক্রোম্যাক্স ও কার্বন আর বাংলাদেশে এই ফোন তৈরি করবে সিম্ফনি। সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেবার পরিকল্পনা থেকে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করেছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামি মোবাইল ফোনে ব্যবহার করা যায়।

গুগলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ