Ad Code

Responsive Advertisement

সুর্যের গায়ে চৌকোণা আকৃতির এক "বিশাল ছিদ্র" (ভিডিও দেখুন)

নাসা’র সোলার ডাইনামিকস অবজারভেটরি(SDO) সম্প্রতি সূর্যের পৃষ্ঠে অদ্ভুর এক ব্যাপার পর্যবেক্ষণ করে। যেনতেন কিছু নয়, একেবারে চৌকোণা আকৃতির এক “ছিদ্র”! এই ছিদ্র দিয়ে বিপুল বেগে প্রবাহিত হচ্ছে সৌরঝড়। 


এই ছিদ্র অংশে কোনো পদার্থ উপস্থিত না থাকায় আল্ট্রাভায়োলেট ইমেজে আশেপাশের অঞ্চলের তুলনায় একেবারে কালো কুচকুচে লাগে একে। মে মাসের ৫-৭ তারিখ পর্যন্ত ধারণ করা তথ্যের ভিডিওতে এই ছিদ্র শনাক্ত করা সম্ভব হয়।

SDO এর এই ইউটিউব ভিডিওতে বলা হয়, এই ছিদ্রের ভেতরে দেখা যায় উজ্জ্বল সব কুণ্ডলী যেখানে উত্তপ্ত প্লাজমা সূর্যের চৌম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে আছে। এটা সূর্যের দক্ষিণ অঞ্চলে থাকার কারণে পৃথিবীর ওপর এই সৌরঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কম।

সূর্যে এ ধরণের ছিদ্র ঠিক কি কারণে তৈরি হয় এ ব্যাপারে এখনো নিশ্চিত নন গবেষকেরা। তবে সোলার সাইকেলের সময়ে যখন সূর্যের চৌম্বক ক্ষেত্র উল্টে যায়, তার সাথে এর সংযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ