Ad Code

Responsive Advertisement

স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন! (ভিডিও)

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম এই দেশটির নাম Principality of Sealand।  সংক্ষেপে এটিকে Sealand বলা হয়। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার। অবাক হওয়ার কিছু নেই। বিশ্বের বুকে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের জনসংখ্যা মাত্র তিনজন। শুধু তাই নয় "Principality of Sealand" দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা সবই রয়েছে। ( স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন!  )

স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন! (ভিডিও)
স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন! (ভিডিও)

ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM Fort Roughs। দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যানন্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। 



অদ্ভুত এই দেশটি Principality of Sealand সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। তাও সরাসরি সাগরের বুকে নয়। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলের পাইপের উপর এই দেশটির অবস্থান করছে। এই দেশটিতে কোনো মাটি নেই, নেই কোন পানি। বরং পুরোটাই স্টিলের তৈরি। এই Principality of Sealand দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা পতপত করে উড়তে দেখা যাবে। 

স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন! (ভিডিও)


এই Principality of Sealand একবার অগ্নিকান্ড সংঘটিত হয়। সময়টি ছিল ২০০৬ সালের ২৩ জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে Principality of Sealand ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে Principality of Sealand মেরামত করা হলে ২০০৬ সালের নভেম্বরে তারা আবার সিল্যান্ডে ফিরে যান। ( স্বাধীন সার্বভৌম দেশ Sealand যে দেশের মোট জনসংখ্যা মাত্র তিনজন! )


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ