Ad Code

Responsive Advertisement

নিজের facebook ওয়ালে বাংলাদেশীদের কমেন্ট পড়ে হতবাক স্বয়ং facebook এর জনক !

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: facebook প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী Mark Zuckerberg সম্প্রতি তার facebook প্রোফাইলের ছবি ও স্ট্যাটাস কমেন্ট পাবলিক করে দিয়েছে। আর এরপর থেকে Mark Zuckerberg এর প্রোফাইলটিতে এক হাস্যরসাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে।

 নিজের facebook ওয়ালে বাংলাদেশীদের কমেন্ট পড়ে হতবাক স্বয়ং facebook এর জনক !
 নিজের facebook ওয়ালে বাংলাদেশীদের কমেন্ট পড়ে হতবাক স্বয়ং facebook এর জনক !

মজার ব্যাপার হচ্ছে, Mark Zuckerbergএর স্ট্যাটাসে পুরো পৃথিবীর মানুষ যত কমেন্ট করেছে তার থেকে অন্তত কয়েকশগুণ কমেন্ট বাংলাদেশী ব্যবহারকারীরা করছে। দেখা গেছে, জাকারবার্গের কোনো স্ট্যাটাসে যদি ৪ হাজার কমেন্টের পড়ে, তাহলে সেখানে ২ হাজারের বেশি কমেন্টই বাংলাদেশের। কিছু সুত্র জানিয়েছে স্বয়ং Mark Zuckerberg নাকি বাংলাদেশিদের কমেন্টের এমন ছিড়ি দেখে বিস্ময় প্রকাশ করেছেন ! এসব বাংলা কমেন্টের মধ্যে প্রায় ৮০% কমেন্টই Mark Zuckerbergকে বিশ্রী রকমের গালি দিয়ে। একারণে দেশের অনেক facebook ব্যবহারকারী মনক্ষুন্নও।



Mark Zuckerberg এর পোস্টগুলোতে কমেন্টের ঝড় তুলতে ফেসবুকে বিভিন্ন গ্রুপও তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ এমন একটি facebook গ্রুপ হচ্ছে- ‘আমরা মার্ক জুকারবার্গের পোস্টে বাংলা কমেন্ট করি আর মজা লই’।



তবে বিভিন্ন মজার কমেন্টও রয়েছে। সেরকম কিছু কমেন্ট তুলে ধরা হল:

একজন লিখেছে, ‘জুকা কাক্কু! কমেন্ট পাবলিক করছেন কেরে? এই ফাজিল বাংলাদেশী পোলাপানগুলান আপনারে জ্বালায়া ত্যানা ত্যানা কৈরা ফেলবে তো! আমিও বাংলাদেশী পিচ্চি, তবে ফাজিল না।’

আরেকজন লিখেছে, ‘MK Electronics-এ যে পরিমান চাইনিজ জিনিস পাওয়া যায় তত চাইনিজ জিনিস মনে হয় আপনার শ্বশুরবাড়িতেও নেই। এমকে ইলেক্ট্রনিক্স এর পেজকে ভেরিফায়েড করা হউক।’

আরেকজন ব্যবহারকারী কমেন্ট করেছে, ‘ভাজ্ঞিস, জুকার বাংলা কমেন্ট গুলান পড়তে পারতেছে না! যদি পারত, তাইলে বাংলাদেশে facebook সার্ভারই বন্ধ কইরা দিত! তহন হগলরে মুড়ির ঝুড়ি গলায় ঝুলায়া ঝাল মুড়ি বিক্রি করা লাগতো!’

একজন লিখেছে, ‘মামু জুকারবাঘ আপনার কাছে এই ভাইগনার আবদার আমার এই পেইজ এ লাইক দেইন।’

আরেকজন লিখেছে, ‘চলেন সবাই মিলে মার্কের একাউন্টরে রিপুর্ট মাইরা বন্ধ কইরা ফেলাই।’

একজন লিখেছে, ‘যুদ্ধাপরাধী নিয়ে আপনি চুপ কেন?’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ