Ad Code

Responsive Advertisement

মানব শিশুর আকৃতির ফল, যেভাবে তৈরী করা হয় ভিডিও সহ! (Video Article)

আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গাছ দ্রুত বড় করা যায়। পরিবর্তন করা যায় কিংবা বাড়ানো যায় ফল, ফসলের আকার,আকৃতি। বর্তমানে গাছের জিন পরিবর্তনের মাধ্যমে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছে বিজ্ঞানীরা। কিন্তু কোন ফল বা শস্যকে মানব শিশুর কিংবা প্রানির আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই নতুন এবং অভিনব। 

সম্প্রতি এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা  যা দেখতে একেবারে মানব শিশুর মতো। বেবি পিয়ার বা শিশু নাশপাতি নামে পরিচিত এই ফলটি । এটিকে বুদ্ধ পিয়ারও বলা হয় কোনো কোনো সময়।

সম্প্রতি এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা  যা দেখতে একেবারে মানব শিশুর মতো। বেবি পিয়ার বা শিশু নাশপাতি নামে পরিচিত এই ফলটি । এটিকে বুদ্ধ পিয়ারও বলা হয় কোনো কোনো সময়।

মানব শিশুর আকৃতির ফল, যেভাবে তৈরী করা হয় ভিডিও সহ! (Video Article)
মানব শিশুর আকৃতির ফল, যেভাবে তৈরী করা হয় ভিডিও সহ! (Video Article)

চীনের ফার্মগুলোতে  এ ধরনের নাশপাতি উৎপাদন করা হচ্ছে প্লাস্টিকের ছাঁচ ব্যবহার করে । দেশটির সুপার মার্কেটগুলোতে ইতোমধ্যে এগুলোর বেচাকেনাও শুরু হয়েছে।

 তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না। এদিকে বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

 


 তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না। এদিকে বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

 

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চারা গাছ দ্রুত বড় করা যায়। বাড়ানো যায় ফল-ফসলের আকার-আকৃতি। জিন পরিবর্তন ঘটিয়ে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছেন বিজ্ঞানীরা। কিন্তু ফলকে মানব শিশুর আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই অভিনব। - See more at: http://tazakhobor.org/bangla/weird-news/32290-2014-08-26-04-43-37#sthash.TemVhzvJ.dpuf

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ