Ad Code

Responsive Advertisement

তরুণ পাঁচ লক্ষ ডলার আয় করলো নিয়মিত টুইট করে!

শুধু মাত্র টুইট করে লাখপতি হলেন! ব্যাপারটা অসম্ভব মনে হলেও এমনটাই করে দেখইয়েছেন মার্কিন তরুণ "ক্রিস স্যাঞ্চেজ" হরেক রকম মজাদার আর উদ্ভট সব তথ্য টুইট করে বছরে পাঁচ লক্ষ ডলারেরও বেশি আয় করে চমকে দিয়েছেন সবাকে তিনি। 



পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের অন্ধ ভক্ত এই ২৩ বছরের ব্রুকলিনের যুবক ক্রিস। সে জানিয়েছে, তাকে ফলো করতেই টুইটারে অ্যাকাউন্ট খোলা তার। কিন্তু অকেজোই পড়ে থাকতো অ্যাকাউন্টটি ঐ তারকার পিছনে দৌড়নো ছাড়া। আর সেই অ্যাকাউন্টটাকে সচল রাখতে নেহাত খেয়ালবশে মজাদার আর উদ্ভট সব তথ্য আপলোড করতে শুরু করে ঐ তরুণ। ধীরে ধীরে সেই সব তথ্য পড়ে দেখতে আগ্রহী হন অন্নান্য টুইটার ব্যাবহারকারিগন। আর তাতেই কিস্তিমাত! ক্রিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃষ্টির মত ডলার ঝরে পড়তে থাকে।
শুধু মাত্র টুইট করে লাখপতি হলেন! ব্যাপারটা অসম্ভব মনে হলেও এমনটাই করে দেখইয়েছেন মার্কিন তরুণ "ক্রিস স্যাঞ্চেজ" হরেক রকম মজাদার আর উদ্ভট সব তথ্য টুইট করে বছরে পাঁচ লক্ষ ডলারেরও বেশি আয় করে চমকে দিয়েছেন সবাকে তিনি।


কী ভাবে?

ক্রিস স্যাঞ্চেজ তথ্যের সন্ধান দিতে বিভিন্ন লিঙ্ক পোস্ট করতে থাকেন টুইটারে। কাংখিত পাতায় পৌঁছে যান ইউজাররা সেই লিঙ্কে ক্লিক করে করে। আর তার জের ধরেই যে কোম্পানির লিঙ্কম্পানি দেয়া হয়েছে, অনলাইন বিপণন নীতি অনুজায়ি লিঙ্ক শেয়ারকারি ক্রিসকে তারা লভ্যাংশের কিছু অংশ পাঠিয়ে দেন তার ব্যাংক অ্যাকাউন্টে।

কেমন আয় হবে লিঙ্কে ক্লিক করলে ?

ক্রিস বলেছেন, প্রতি ক্লিকে ০.০১ থেকে ০.০৩ ডলার পর্যন্ত আয় করে থাকন তিনি। এটা হচ্ছে তার টুইটার অ্যাকাউন্ট '@UberFacts'-এ ফলোয়ারের সংখ্যা প্রায় ৭ লাখ। আর এই বিপুল সংখ্যক ফলোয়ারের ক্লিকেকে কাজে লাগিয়েই তিনি বেশ মোটা অংকের অর্থ আয় করছেন।

এছাড়াও তিনি নিজস্ব কিছু অ্যাপও বাজারজাত করেছেন। তন্মধ্যে UberFacts app নামে এই অ্যাপটি এখন পর্যন্ত ১৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। আর এই সূত্রে তার প্রতি সপ্তাহে ৬০,০০০ ডলার আয় হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)