বাংলাদেশের অন্যতম পরিচিত আইসিটি ম্যাগাজিন কমপিউটার জগৎ-এর আয়োজনে আগামী ২৫ থেকে বেগম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, শাহবাগ, ঢাকা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে ই-কমার্স মেলা। এ মেলা চলবে ২৭ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত।
ই-কমার্স সাইট বাংলাদেশে এখন দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে এখন প্রায় চার কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। তরুণ-তরুণীই এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশি। যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের প্রায় সকলেই ই-কমার্স সম্পর্কে কম বেশী আগ্রহী। ৯টা-৫টা চাকরি না করে অনেকে তরুণ-তরুনিই তাদের নিজেদের ই-কমার্স কোম্পানী প্রতিষ্ঠা করেছে এবং তাদের অনেকেই সফল হয়েছে। ছোট বড় মিলিয়ে বর্তমানে দেশে কয়েক শ ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও প্রায় দুই হাজার অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।
দেশের একমাত্র ই-কমার্স মেলায় দেখে মিলবে সেই সকল প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবাসমূহ দর্শনার্থীদের কাছে তুলে ধরবে। পাশাপাশি ই-কমার্সে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে থাকবে মেলাতে সেমিনার, কর্মশালা, এওয়্যার্ড নাইট সহ ইত্যাদি। এছাড়াও ই-ডাইরেক্টরি প্রকাশ এবং গেমিং প্রতিযোগিতাসহ থাকছে নানা আকর্ষণ। যা দর্শনার্থীদের দিবে বার্তি আনন্দ।

0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji