Ad Code

Responsive Advertisement

আসুন সংক্ষেপে জেনে নেই ক্যাশ মেমরি বলতে কি বুঝায়, কী কেন কীভাবে, অন্যান্য, কম্পিউটিং।

আসুন সংক্ষেপে জেনে নেই ক্যাশ মেমরি বলতে কি বুঝায়, কী কেন কীভাবে, অন্যান্য, কম্পিউটিং।

খুব সংক্ষেপে জেনে নেই ক্যাশ মেমেরি সম্পর্কে।

প্রথমে ক্যাশ মেমোরি বলতে কি বুঝায় তা দেয়া হল।
cache মেমোরি হচ্ছে এমন একধরণের মেমোরি যা খুব ছোট আকারের হয় এবং খুব দ্রুত কাজ করতে পারে। এই মেমোরি পিসি ব্যবহারকারী কর্তৃক বার বার ব্যবহ্রত/খোঁজা হচ্ছে এরকম Data মেইন মেমোরি থেকে নিজের কাছে কপি করে রাখে।
ক্যাশ মেমোরির কাজ কি?
সাধারণত ক্যাশ মেমোরি আছে এসব কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় যেমন

উপরের চিত্রে আমরা দেখছি যে cpu এরপর cache তারপর main memory। অর্থাৎ একজন পিসি ব্যবহারকারী যখন বারবার পিসিকে প্রথমবার একটি ফাইল খোজার কমান্ড দেয় তখন পিসি প্রথমে তার ক্যাশ মেমরিতে চেক করে সেখানে না পেলে পরে সে তার মেইন মেমোরি হতে তা বের করে ব্যবহারকারীর কাজে দেয় এবং এরই পাশাপাশি পিসি উক্ত ফাইলটি ক্যাশ মেমরিতে কপি করে রাখে টি। কিছুক্ষন পর পিসি অপারেটর কতৃক একই ফাইল বের করার কমান্ড আসলে সে আর মেইন মেমরিতে যাওয়ার আগেই ক্যাশ মেমরিতে উক্ত ফাইলটি পেয়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে, প্রথম কাজের চেয়ে পরের কাজটি তারাতারি হয়েছে। মূলত একেই ক্যাশ মেমোরি বলে। কিন্তু যদি কম্পিউটার কোন কারনে shut down বা restart দেয়া হয় তাহলে ক্যাশ মেমোরি হতে তার কপিকৃত ফাইলগুলো automatic মুছে যাবে।

ক্যাশ মেমোরির সুবিধাস্মূহঃ-

  • আমাদের সময় বাঁচিয়ে দিচ্ছে।
  • কম্পিউটারকে দ্রুত কাজ করতে সাহায্য করছে।
  • এটি অনেক কম জায়গা খরচ কওরে।
  • বিভিন্ন লেয়ার রয়েছে (L1, L2, L3)।
  • বিদ্যুৎও অনেক কম খরচ করে।

ক্যাশ মেমোরির অসুবিধাসমূহঃ-
  • মেইন মেমোরি হতে ক্যাশ মেমোরি অনেক বেশী দামী হয়ে থাকে।
  • কম্পিউটারকে কোন কারনে shut down বা restart দেয়া হয় তাহলে ক্যাশ মেমোরি হতে তার কপিকৃত ফাইলগুলো automatic মুছে যাবে।



কম্পিউটারের প্রসেসরের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে লিখাটির উপর ক্লিক করুন।

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ