Ad Code

Responsive Advertisement

মাত্র ২৫ ডলারেই মজিলার স্মার্টফোন !

২৫ ডলারেই মজিলার স্মার্টফোন
২৫ ডলারেই মজিলার স্মার্টফোন

ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মজিলা আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে তাদের ২৫ ডলার মূল্যের সস্তা স্মার্টফোন বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাথে দেয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, দুটি ভারতীয় কোম্পানি এই সেটগুলো উৎপাদন করবে, যা ২৫ ডলার দামে খুচরা বাজারে বিক্রি হবে। একই সাথে ইন্দোনেশিয়ায়ও ডিভাইসগুলো বিক্রি হবে। 

ফোনগুলো এইচটিএমএল৫ ভিত্তিক ফায়ারফক্স ওএস এ চলবে। এতে চীনা কোম্পানি স্প্রেডট্রাম এর তৈরি চিপ ব্যবহৃত হবে।
কম খরচের এই ফোনটিতে খুব বেশি কাজ করা যাবেনা। এতে সীমিত পরিসরে কিছু অ্যাপ চালানো যাবে এবং ইন্টারনেট ব্রাউজ করা যাবে। এতে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ডাব্লিউসিডিএমএ/এজ, কর্টেক্স এ৫ (এসসি৬৮২১) চিপসেট, ওয়াইফাই, ব্লুটুথ, ক্যামেরা, এফএম রেডিও, ৩.৫ ইঞ্চি স্ক্রিন প্রভৃতি থাকবে।
২০০০ টাকারও কম মূল্যের এই সেটগুলো বাংলাদেশের বাজারে কবে আসবে তা জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)