কম্পিউটার সাধারনের চেয়ে বেশী সময় নিচ্ছে চালু হতে সমস্যা নেই আর নিবে না নিয়ে এর সহজ সমাধান।
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবারই একটি সাধারন সমস্যা তা হলো অনেকদিন কম্পিউটার ব্যবহার করার পর তা চালু হতে অর্থাৎ বুট হতে প্রয়োজনের চেয়ে অনেক বেশী সময় নেয়। আর এই বুটের বা চালু হওয়ার সময় কমানোর অনেক উপায় আছে আজকে আপনাদের কাছে এমনই একটি উপায় বলবো। আপনাদের কম্পিউটারের প্রসেসর অনুযায়ী কিছু কাজ করে নিলেই এর সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। কীভাবে করবেন তা নিজে চিত্রসহ দেখিয়ে দিলাম আশা করি করে নিতে পারবেন।
Advance option-এ ক্লিক করলে দেখবেন নিজের অপশনটি আসবে।
এখন উপরের চিত্রে Number of processor নামে একটা অপশন দেখতে পারছেন। এখনে আপনার প্রসেসর অনুযাই নাম্বার দিতে হবে। যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং i3 হলে ২, i5 হলে 4 এবং i7 হলে 4 দিন।
এরপর OK বাটন চেপে আপনার কাজের ইতি টানুন এবং বের হয়ে আসুন আশা করি এবার কম্পিউটারটি আগের চেয়ে তাড়াতাড়ি বুট বা চালু হবে।
4 মন্তব্যসমূহ
আমার অনেক উপকারে আসবে
উত্তরমুছুনএ বিষয় নিয়ে আরো লিখার ইচ্ছে আছে।
উত্তরমুছুনভাই আমার ডুয়েল কোর প্রসেসর আমি নাম্বার অফ প্রসেসরে কত লিখবো তাড়াতাড়ি জানানে খুশি হব্য।
উত্তরমুছুনঅবশ্যই কোর ২ লিখতে হবে কারণ এর নামিইতো ডুয়েলকোর আর কোয়াড কোর হলে হবে ৪টি।
মুছুনএই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji