Ad Code

Responsive Advertisement

ইউটিউব আনছে গেমিং সাইট

‘ইউটিউব গেমিং’য়ে ‘গেম’ ও ‘গেমার’ উভয়েরই আলাদা প্রোফাইল থাকবে। চলতি বছরেই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

গেমিং সাইট আনছে ইউটিউব, ইউটিউব আনছে গেমিং সাইট


এক ব্লগ পোস্টে ইউটিউব গেমিং-এর প্রোডাক্ট ম্যানেজার অ্যালান জয়েস জানিয়েছেন, “ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের পুরোপুরি নতুন একটি ধারা তৈরি করা হয়েছে। এবার আমাদের নজর গেমিং। এবার আমাদের পালা কেবল গেমারদের জন্য তৈরি কিছু দেওয়ার।”

গেমিং বিষয়ক ভিডিওগুলিকে সবসময় সাইটে আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোনও গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেমের মধ্যে যে মিউজিক ব্যবহার হয়, তাতেও যথেষ্ট আগ্রহ রয়েছে গেমারদের।

সেই দিকে লক্ষ্য রেখেই ২৫ হাজার গেমিং পোর্টালের ডেটার সমন্বয় করবে ইউটিউব গেমিং। বিবিসি জানিয়েছে, ইউটিউব গেমিংয়ের মাধ্যমে ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল।  আপাতত ব্রিটেন ও আমেরিকায় চালু হচ্ছে ইউটিউব গেমিংয়ের পরিষেবা। –ওয়েবসাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ