Ad Code

Responsive Advertisement

গুগল এর নুতন সংযোজন "Buy Button" ।।




গুগল তাদের সার্চ রেজাল্টে নতুন "ক্রয় বাটন " (buy button) সংযোগ করতে চলেছে। যার মাধ্যমে ক্রেতারা সাইট ত্যাগ না করেই ঐ পন্য ক্রয় করতে পারবেন ।


গুগলের চীফ বিজনেস অফিসার ওমিদ কোরদাচতানি বলেছেন এই বাটন টি তারা খুব শীঘ্রই যোগ করতে যাচ্ছে । এর ফলে সার্চ করে পণ্য না খুজে বরং সরাসরি পণ্য ক্রেতা ক্রয় করতে পারবেন ওই ওয়েব সাইট এর মাদ্ধমে । গুগল যদিও অ্যামাজন.কম কে তাদের সাইটে বিশেষ ভাবে রাখছে কেননা বেশিরভাগ অনলাইন ক্রেতা এই সাইট থেকে ক্রয় করে থাকে ।

গুগল অনেক দিন থেকে অনলাইন শপিং এর ব্যাপারে অনেক দিন ধরে কাজ করে আসছে । বর্তমানে ইউরোপিয়ান অনুসন্ধানী দল এই বিষয় নিয়ে অনুসন্ধান চালাচ্ছে । ক্রেতা এই সুবিধায় সরাসরি ক্রয় পেজ-এ যেয়ে পণ্য ক্রয় করতে পারবে । যদিও শপিং সার্চ-এর ফলাফল সাধারন সার্চ রেজাল্টেও পাওয়া যাবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ