Ad Code

Responsive Advertisement

এবার ফেসবুক চিনিয়ে দেবে লুকিয়ে থাকা বন্ধুকে...

 এবার ফেসবুক চিনিয়ে দেবে লুকিয়ে থাকা বন্ধুকে...

ফেসবুক রিকগনিশন সেবাটি চালু হওয়াতে ফেসবুক নিজেই বন্ধুর চেহেরা খুঁজে বের করে সেটিকে বন্ধুকে ট্যাগ করার আবেদন জানিয়ে থাকে। এই ফেস রিকগনিশনের সাথে এবার যোগ হচ্ছে আরো নতুন এক সেবা। যেটি ছবির অস্পষ্ট বন্ধুটির নামও বের করে আনতে পারবে সহজে।

এবার ফেসবুক চিনিয়ে দেবে লুকিয়ে থাকা বন্ধুকে...
এবার ফেসবুক চিনিয়ে দেবে লুকিয়ে থাকা বন্ধুকে...


ফেসবুকে গ্রুপ ছবি আপলোড করলে দেখা যায় পিছনে থাকা বন্ধুটির চেহারা অস্পষ্ট থাকে। অনেক সময় আবার বন্ধুটি ছবিতে উপস্থিত থাকলেও তার চেহারা ঢাকা পড়ে যায় কারো আড়ালে। এমন অবস্থায় ফেসবুকের নতুন এ সেবা বেশ কার্যকর ভূমিকা রাখবে।

অর্থাৎ লুকিয়ে থাকা ছবি কিংবা অস্পষ্ট ছবিটির ব্যক্তিকে খোজে বের করে এনে তাকে ট্যাগ করতে পরামর্শ প্রদান করবে এই ফিচারটি।

সেবাটি সম্পর্কে ফেসবুকের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রধান ইয়ান লেকান বলেন, ‘আমরা বের করতে চেষ্ট করছিলাম ছবিতে যে ব্যক্তিদের চেহেরা বুঝা যাচ্ছিল না তাদের কে ভিন্ন কোন উপায়ে কিংবা অন্য কোন চিহ্নের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হয় কিনা। এবং আমরা এটা বের করতে সম্ভব হয়েছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ