Ad Code

Responsive Advertisement

সকল পর্ণ সাইট নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতে (pornography is being prohibited by indian government), প্রতিবেদন, নির্বাচিত

ভারতে খুব শিগগিরই নিষিদ্ধ হতে যাচ্ছে পর্ণ সাইট।

pornography is being prohibited by indian government
pornography is being prohibited by indian government


সব পর্ন ওয়েবসাইট খুব শীগগিরই বন্ধ হতে চলেছে ভারতে। আর এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই মোদী সরকার পর্ন সাইটের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে। এরপরের পদক্ষেপে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে তালিকায় থাকা ওই পর্ন সাইটগুলি ব্লক করে দেওয়ার জন্য  নির্দেশ দেবে ভারতের কেন্দ্রীর সরকার।

ভারতীয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় যে, দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা ধীর গতি হয়ে যেতে পারে যদি বিপুল হারে পর্ন সাইট ব্লক করা শুরু হয় আর এমনটি যেন না হয় এই কারণেই কেন্দ্রীয় সরকার প্রত্যেক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলিকে তাদের সিস্টেম উন্নত করতে নির্দেশ দিয়েছে। অন্যান্য দেশে পর্নোগ্রাফি যদিও বেআইনি নয়, তবে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে বিষয়টি দেখা উচিত আর এমনটাই জানিয়েছেন টেলিকম ও তথ্যসম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

শুধু তাই নয়, অন্যদিকে পুরো ভারতজুড়ে যেন অবিলম্বে পর্ন সাইট নিষিদ্ধ করার হয় এই আর্জি জানিয়ে কমলেশ ভাসবাণী নামে এক জনপ্রিয় আইনজীবীও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন । তাঁর বক্তব্যটি হলো, দেশে মহিলাদের ধর্ষণ, যৌন অত্যাচার, হেনস্থার মতো ঘটনা বাড়ার পেছনে মূল কারণ হিসেবে তিনি এই পর্ণ সাইটগুলোকে মূলত দায়ী করেছেন।

আর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বিজেপি পূর্ণ সমর্থন করেছে এবং এ ব্যাপারে তাদের বক্তব্যটি হলো, পর্নোগ্রাফি সর্বদাই দেশের মূল্যবোধের বিরুদ্ধে। অবিলম্বে এই সব সাইট বন্ধ করে দেওয়া উচিত।

আশা করি ভারতের মতো আমাদের দেশেও খুব শীগগিরই এই সাইটগুলো নিষিদ্ধ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ