Ad Code

Responsive Advertisement

খুব শীগগিরই আসছে গুগল ইন্টারনেট ড্রোন (google internet drone)!!!, জানা অজানা, প্রতিবেদন

বাজারে নিয়ে আসতে যাচ্ছে গুগল ড্রোন।

google internet drone
google internet drone

গুগল সৌরশক্তি চালিত ড্রোন আকাশে উড়ানোর পরিকল্পনা করছে। গুগলের এই ড্রোন 'প্রোজেক্ট টাইটান' এর অংশ হিসেবে চলতি বছরেই আকাশে উড়বে।

এই ড্রোনের মূলত মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের যেসকল অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া । গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আয়োজিত এক সম্মেলনে এসকল তথ্য জানান ।

তিনি জানান যে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়ার পাশাপাশি আরও তিনটি প্রকল্প আছে তাদের। এর এদের মধ্যে একটি হল প্রোজেক্ট লুম। ইন্টারনেট বেলুনের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা দিতেই চালু করা হয়েছে এই প্রকল্প।

চারিদিকে গুঞ্জন উঠেছে যে, গুগল বেশ কিছুদিন ধরেই প্রোজেক্ট টাইটান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এবছরের শেষ নাগাদ এই ড্রোনের সাহায্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। এখন দেখার কেমন সারা ফেলে গুগলের এই সৌরশক্তির ইন্টারনেট ড্রোন।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ