Ad Code

Responsive Advertisement

আফসোসের দিন শেষ ... এক মুহূর্তে ডাউনলোড করুন ফেসবুকে প্রাইভেসি দেয়া প্রোফাইল পিকচার


আমরা সবাই জানি যে ফেসবুকে প্রাইভেসি দেওয়া প্রোফাইল পিকচার গুলো তে ক্লিক করা যায়না অ্যান্ড সেগুলো ডাউনলোড করা যায় না । কিন্তু কখনও কখনও আমাদের প্রয়োজন হয় ছবিটা একটু বড় করে দেখার জন্য ।

তো  একটু নড়েচড়ে বসুন  , আর দেখুন খেল ।
প্রথমেই যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার ফেসবুক প্রোফাইল এ যান । এরপর তার ইউসার নেম বা ফেসবুক প্রোফাইল আইডি কোড টা কালেক্ট করুন  । ইউসার নেম বা আইডি কোড না বুঝলে  এই লেখাটা  পড়ুন
মাত্র ৫ সেকেন্ড এ জেনে নিন যে কারও ফেসবুক প্রোফাইল আইডির কোড
তারপরও সংক্ষেপে  বলছি www.facebook.com/এখানে  .... এখানে এর জায়গায় আমরা অনেকেই ইচ্ছামত নেম ইউস করি যেমন নিচের ছবিটা দেখুন

ছবিতে facebook.com/  এর পর wasi.sarkar লেখা আছে । wasi.sarkar  হচ্ছে আমার ইউসার নেম । তো যার ছবি ডাউনলোড করবেন প্রথমে তার ইউসারনেম কালেক্ট করুন ।
এরপর নিচের লিংক টা দেখুন

https://graph.facebook.com/এখানে/picture?width=999

লিংক টা কপি করে ব্রাউসার এর এড্রেস বার এ গিয়ে এখানে এর বদলে যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার  ইউসার নেম টা বসিয়ে দিয়ে এনটার চাপুন আর যাদু দেখুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এবার তো ছবিটা টার অরিজিনাল সাইজ এ এসে গেল । এবার রাইট  ক্লিক করে সেভ করে ফেলুন ।
তবে যদি ইউসার নেম দিয়ে কাজ না হয় তবে প্রোফাইল এর আইডি কোডটা বসিয়ে দিলেই হবে
আইডি কোড কি বোঝার জন্য এই লেখাটা দেখতে পারেন ।
মাত্র ৫ সেকেন্ড এ জেনে নিন যে কারও ফেসবুক প্রোফাইল আইডির কোড

এই লেখাটা যারা প্রাইভেসি দেওয়া ফেসবুক প্রোফাইল ফটো ডাউনলোড করতে চায়
এবং যারা ফেসবুকে বাক্তিগত ছবি প্রাইভেসি দিয়ে রেখে নিশ্চিন্তে থাকে তাদের জন্য লেখা ।
ইচ্ছে করলেই যে কেউ আপনার ছবি ডাউনলোড করতে পারে । তাই নিজের বাক্তিগত কিছু শেয়ার করার আগে ভেবে দেখা উচিত আপনি সবার সাথেই সেটা শেয়ার করতে চাচ্ছেন কিনা ।
কেননা  পৃথিবীতে মায়ের কোল ছাড়া মানুষের জন্য আর কোন স্থানই নিরাপদ না ।

আর কোনও সমসসা হলে এখানে প্রশ্ন করতে পারেন অথবা ফেসবুকেও জিগ্যেস করতে পারেন
ফেসবুকে আমি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ