Ad Code

Responsive Advertisement

বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার!

ফায়ার সার্ভিস সরকারি ভাবে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় শিশু জিহাদকে তবে জীবিত নয় মৃত অবস্থায়। শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় ঘরোয়া প্রযুক্তিতে বনানো একটি রডের তৈরি খাঁচা দিয়ে জিহাদকে উঠিয়ে আনা হয়। তিনটি রডে বনানো খাঁচাটির নিচে বড়শির মত আংটায় জিয়াদের জামা আটকে যায়। সম্পুর্ন দেশীয় স্থানীয় ঘরোয়া প্রযুক্তি এটি। এরপরই রশি দিয়ে টেনে তুলে উপরে আনা হয় শিশু জিহাদকে। আর খাঁচাটি তৈরি করতে সহযোগিতা করেছে আইকন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। 

বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার!
বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার!

মানবতার সেবায় নিবেদিত প্রাণ শফিকুল ইসলাম ফারুক, লিটু, আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ, আব্দুল কাদের চৌধুরী, সুজন দাস রাহুল, শাহ মো. আব্দুল্লাহ মুন এবং শরিফুল ইসলামসহ আরও কয়েকজন তরুণ কেউই এই সফল উদ্ধার অভিযানের এককভাবে কৃতিত্ব দিতে নারাজ। তারা সবাই সম্মিলিতভাবে এই কাজটি করেছেন বলে জানালেন, এতে সবারই কৃতিত্ত সমান। যদিও মূল পরিকল্পনাকারী তিন জন। তাদেরই কয়েকজন আব্দুল মজিদ, লিটু ও শরিফুল ইসলাম জানান, গত শুক্রবার শাজাহানপুরে শিশু জিহাদ গভীর কূপের ভেতর পড়ে যাওয়ার সংবাদটি তারা জানতে পারেন টেলিভিশনের মাধ্যমে। 

বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার!
বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার!

জিহাদকে উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসন আর স্থানীয়দের একের পর এক ব্যর্থতা দেশের কোটি মানুষের মতো উদ্বিগ্ন করে তোলে তাদেরকেও। কিন্তু অন্য দশ জন উদ্বিগ্ন মানুষের তুলনায় তারা ছিলেন কিছুটা ব্যতিক্রমী। তাই গাজীপুর থেকে শাজাহানপুরে ছুটে আসেন সুজন, ফারুক ও মুন। শুধু নিজস্ব উদ্বেগই নয় সেই সঙ্গে শিশু জিহাদকে উদ্ধারে কী করা যায় ভাবতে থাকেন তা নিয়েও।




আরও কিছু সংবাদঃ 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো, এতে প্রজুক্তির ব্যবহার যেভাবে হলো। কারা ছিল সেই সাহসী তরুন দল সহ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্যের জন্য দেখে নিতে পারেন প্রযুক্তি.কম এর অন্যান্য প্রতিবেদন এবং সংবাদগুলো।

১) জিহাদ উদ্ধার অভিযানের সাহসী সেই পাঁচ তরুণ @ www.projuktee.com/2014/12/news12.html
 

২) সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!  @ http://www.projuktee.com/2014/12/zihad.html


৩) ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!  @ http://www.projuktee.com/2014/12/bd-tech.html


৪) বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার! @ http://www.projuktee.com/2014/12/projuktee-tech.html

 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো তার কিছু ভিডিও চিত্র নিম্নে দেওয়া হলঃ



প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

শিশু জিহাদের মৃত্যুতে আমরা প্রযুক্তি.কম (www.projuktee.com) পরিবার শোকাহত এবং পাশাপাশি অভিনন্দন জানাই সেই সাহসী পাঁচ তরুণকে। প্রযুক্তি.কম (www.projuktee.com) এর তাদের কৃতত্ত কোনদিনও ভুলবেনা।

প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ