Ad Code

Responsive Advertisement

'কল প্লাস' ৮৫টি দেশে বিনামূল্যে কল সবিধা(Free call) দিতে যাচ্ছে, সফটওয়্যার।

বিনামূল্যে কল সুবিধা (Free call)দিতে যাচ্ছে  'কল প্লাস' তাও আবার ৮৫টি দেশে।

Free call
Free call
খুব শীঘ্রই মোবাইল ফোন ও  ল্যান্ডফোনে বিনামূল্যে কল করার অ্যাপ আসছে প্রযুক্তির বাজারে। মোট ৮৫টি দেশে 'কল অ্যাপ' নামের এই অ্যাপটির সাহায্যে বিনামূল্যে কথা বলা যাবে।

এই অ্যাপটি রিসিভার ডিভাইসে ইন্সটল না থাকা সত্ত্বেও ব্যবহারকারীরা এই কল প্লাস নামের অ্যাপের সাহায্যে ফ্রি কল করার সুবিধা পাবে বলে জানিয়েছে সি-নেটের এক রিপোর্টার।

আপাতোত Android ও IOS ডিভাইসের জন্য 'কল অ্যাপ' নামক অ্যাপটিকে তৈরি করা হয়েছে এর সাহায্যে ৮৫টি দেশের যেকোন ব্যবহারকারীর সেল ফোনে বা ল্যান্ড ফোনে বিনামূল্যে কল করতে পারবে। এক্ষেত্রে যে ফোন Receive করবে তার ফোনে 'কলার আইডি' হিসেবে ব্যবহারকারীর বর্তমান নাম্বারটিকে দেখাবে।

মেক্সিকো, চীন, ব্রাজিল সহ ইউরোপের যে কোন দেশে 'কল প্লাস' অ্যাপটির সাহায্যে যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলা যাবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ল্যান্ডফনে এই সুবিধাটি প্রযোজ্য হবে এছাড়া অন্য যেকোন দেশে দুই ধরনে ফোনে অর্থাৎ ল্যান্ড ও সেল ফোন উভয়েই কল করা যাবে আর এমনটিই জানিয়েছে- অ্যাপ প্রস্তুতকারীদের মাঝে একজন।

তবে কথা বলার সুযোগ আনলিমিটেড দিলেও অ্যাপটিকে কিনতে কিন্তু ঠিকই গুনতে হবে কিছু ডলার যথা এক দিনের আনলিমিটেড সার্ভিসের জন্য গুনতে হবে ৯৯ সেন্ট ও দুই দিনের জন্য ২ ডলার এবং ২০ ডলার খরচ করতে হবে ১ মাসের জন্য।

এখন দেখার বিষয় প্রযুক্তি যে হারে ছড়াচ্ছে যেমন বর্তমানে অনেক উন্নত দেশে সব জায়গাতেই  wifi-এর সুবিধা আছে যার ফলে খুব সহজেই skype বা viber সহ অন্যান্য ফ্রী কল করা সফটওয়্যারের সঙ্গে এই অ্যাপটি  প্রতিযোগিতায় কতটা টিকে থাকতে পারে সেটাই এখন মূল বিষয়।


আশা করি বিনামূল্যে কল করার অ্যাপটির (Free call) খবর আপনার ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ