কোন পথে যাচ্ছে প্রযুক্তি? তাহলে কি রোবট আর মানুষের পার্থক্য শেষ? রোবটও কি হতে যাচ্ছে কোন দেশের নাগরিক? যি, এমন কিছুই ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এ।
বিশ্বে এই প্রথমবার মানুষের পাশাপাশি যাত্রী হিসেবে দেখা গেল কোনো রোবটকে। তাও আবার কিনা নিজে টিকেট কেটে প্লেনে উঠেছে রোবটি। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, বিমান ভ্রমণের জন্য রোবটটির নিজস্ব পাসপোর্টও রয়েছে! অনলাইনের খবরে বলা হয়েছে, জার্মানির রোবট গবেষকদের তৈরি ‘Athena’ নামক রোবটটি যাত্রী হিসেবে সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী থাকেন সকল যাত্রীরা। মানবসাদৃশ্য এই রোবটটির সঙ্গে সেসময় উল্লাসে মেতে উঠে যাত্রীদের ছবি তুলতে দেখা যায়। টিকিট কেটে রোবটের প্লেনে চড়ার ঘটনা এটাই বিশ্বে প্রথম বলে দাবি করেছেন রোবটির নির্মাতারা ।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji