Ad Code

Responsive Advertisement

Selfie (সেলফি) তুলার সময় উকুন লাফ দেয়, মাথায় উকুন বাড়ে!

Selfie ( সেলফি ) তুলার সময় উকুন লাফ দেয়, মাথায় উকুন বাড়ে! তরুণদের মাথায় উকুনকে স্বাগতম না জানাতে চাইলে Selfie ( সেলফি ) তোলা থেকে বিরত থাকতে হবে। এমনটাই বলেছে রাশিয়ার একটি স্বাস্থ্য এবং গবেষণা সংস্থা। সংস্থাটির মতে Selfie ( সেলফি ) তুলার সময় উকুন লাফ দেয়, ফলে মাথায় উকুন বাড়ে!


Selfie (সেলফি) তুলার সময় উকুন লাফ দেয়, মাথায় উকুন বাড়ে!
Selfie (সেলফি) তুলার সময় উকুন লাফ দেয়, মাথায় উকুন বাড়ে!

 সংস্থাটির মতে, Selfie ( সেলফি ) তোলার সময় আগে এবং পরে ঠেসাঠেসি করে দাঁড়াতে হয়। ছোট ফ্রেমে একাধিক মুখ ধারণ করতে এ সময় একের মাথায় অন্যের মাথা লেগে যায়। আর এ সুযোগেই অন্যের মাথার উকুন নাকি লাফ দিয়ে অপরের মাথায় চলে আসে! উকুন এড়াতে শুধুমাত্র বাচ্চাদেরই এই পরামর্শ দিয়েছে সংস্থাটি। কারণ, উকুন মাথায় নিয়ে স্কুলে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে রাশিয়ার ডাক্তাররা! বিবিসি এবং সিএনএন গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। 

প্রতিবেদনে বলা হইয়েছে, পূর্বেও এই সংস্থাটি এরকম বিতর্ক সৃষ্টি করেছে। 'কাক দেখলেই হত্যা কর।' কাককে 'পাখাওয়ালা নেকড়ে' উল্লেখ করে এই সংস্থার সাবেক প্রধান জেনেডি অনিশচেঙ্কো নাকি একবার পরামর্শ দিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন, এরা বার্ডফ্লু ছড়ায়! এই কথা বলে পুর্বে একবার হৈচৈ ফেলে দেয় এই সংস্থাটি।

ছোট ফ্রেমে একাধিক মুখ ধারণ করতে এ সময় একের মাথায় অন্যের মাথা লেগে যায়।

 প্রতিবেদনে বলা হইয়েছে, পূর্বেও এই সংস্থাটি এরকম বিতর্ক সৃষ্টি করেছে। 'কাক দেখলেই হত্যা কর।' কাককে 'পাখাওয়ালা নেকড়ে' উল্লেখ করে এই সংস্থার সাবেক প্রধান জেনেডি অনিশচেঙ্কো নাকি একবার পরামর্শ দিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন, এরা বার্ডফ্লু ছড়ায়! এই কথা বলে পুর্বে একবার হৈচৈ ফেলে দেয় এই সংস্থাটি।  

 

Selfie ( সেলফি ) তোলার বিষয়ে সংস্থাটির নতুন এই পরামর্শ নিয়ে পরিহাসের ঝড় বইছে সামাজিক সোশ্যাল সাইটগুলোতে। স্বয়ং রুশ ব্যবহারকারীরাই এই পরামর্শ নিয়ে ঠাট্টা মশকারা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)