Ad Code

Responsive Advertisement

HP Sprout PC-এর আগমনে বিদায় নিচ্ছে কী বোর্ড ও মাউস কিভাবে আসুন জেনে নেই, খবর, অন্যান্য।

HP Sprout PC- এর আগমনে বিদায় নিতে যাচ্ছে কী বোর্ড, মাউস আসুন জেনে নেই।

HP Sprout PC-এর আগমনে
HP Sprout PC
ডেস্কটপ পিসি মানেই কী বোর্ড, মাউস থাকবেই আর এ দু'টি মূল্যবান ইনপুট ডিভাইস ছাড়া পিসি অপারেট করা ভাবাই যায় কিন্তু খুব শীগ্রই HP Sprout PC এই দু'টি ডিভাইস বাদ দিতে চলেছে। এই HP Sprout PC টি নিয়ে আসছে ২০ ইঞ্চি প্রজেক্টেড টাচপ্যাড যাকে HP একটি নিজস্ব নাম দিয়েছে ট্যাচ ম্যাট, যা আরো সংকীর্ণ করতে যাচ্ছে অ্যানালগ ও ডিজিটাল জগতের মাঝের ব্যবধানকে। এতে আরো থাকছে হাই-রেজুলেশন ক্যামেরা সাথে থ্রীডি-স্ক্যানার যার সাহায্যে যেকোন কিছু আপলোড করা যাবে শুধুমাত্র ঐ ম্যাটের উপর রেখেই।
HP Sprout PC-এর আগমনে
HP Sprout PC


এই ব্যতিক্রমধর্মী পিসি তে যে Configuration রয়েছে তা হলো এতে modern Core i7 CPU, 8GB of RAM, a 23-inch touchscreen, Windows 8.1  অপারেটিং সিস্টেম. ২০ ইঞ্চি টাচপ্যাড( supports 20-point multitouch)যা সুযোগ করে দিবে একাধিক ব্যাক্তিকে একসাথে ব্যাবহার করার। এছাড়াও রয়েছে  ১টি Intel Real Sense 3D camera, ১টি 14.6-megapixel camera, ১টি HP DLP projector আরও আছে LED desk lamp ইতি মধ্যেই HP-এর মননিত ব্যবহারকারীরা  এই নতুন ভার্সন সম্পর্কে বেশ ইতিবাচক মন্তব্য পেয়েছেন। ইতিমধ্যেই Swiss Army knife-এর সাথে তুলনা করা হয়েছে  HP Sprout PC-এই পিসিকে।
প্রচলিত কীবোর্ড মাউস নির্ভর পিসিকে ছেড়ে HP-এর Sprout ভার্সনটি চালাতে বেশী না মাত্র $১৯০০ ডলার খরচ করতে হবে।

আশা করি HP Sprout PC-এর আগমনের খবরটি শুনে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)