Ad Code

Responsive Advertisement

সবার জন্য ফেসবুক ডেভেলপার কোড সম্পূর্ণ নুতন এবং আপডেটেট ।।

Facebook Developer Code
Facebook Developer Code

জানতে চান কিভাবে এক ক্লিক-এ ফেসবুক ফ্যান পেজের (Facebook Fan Page)  জন্য ফ্রেন্ডদের ইনভাইটেশন পাঠাবেন ? এই সহজ কিন্তু গোপন ট্রিক্স টি আপনার জন্য । আপনাকে একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে সব গুলো কাজ । নিচের সব গুলো স্টেপ সঠিক ভাবে শেষ করুন তাহলেই হবে ।

১. আপনাকে এই কাজ তা করতে হবে ক্রম ব্রাউজার (Chrome browser) দিয়ে ।

২. "IMacros For Chrome" এক্সটেনশন টি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

৩. উপরের ডান দিকের  icon এ ক্লিক করে এক্সটেনশন টি ওপেন করুন ।

৪. .iim ফাইল টি রাইট ক্লিক করে ওপেন করুন ।

৫. তারপর "Edit Macro" সিলেক্ট করুন ।

৬. "Edit Macro" এর ভিতরে যদি কিছু থাকে তবে সব সিলেক্ট করে ডিলিট করুন ।

৭. এই লিঙ্ক া ক্লিক করে সব টেক্সট কপি করে পাস্তে করুন । => http://pastebin.com/raw.php?i=s5VC8qU5


৮. "Save As" সিলেক্ট করুন এবং পছন্দ মত নামে সেভ করুন ।

৯. "IMacro" window তে এই মাত্র সেভ করা Macro টি ওপেন করুন ।

১০. একদম নিচের Play বাটন এ ক্লিক করুন ।

১১. "max" box এ ভ্যালু "9999" করে দিন ।

১২. যে পেজ এর জন্য ইনভাইটেশন পাঠাবেন ওই পেজ টি ওপেন করুন ।

১৩. বাম দিকের "Invite People To This Page" সিলেক্ট করুন ।

১৪. "See All Friends" নির্বাচন করুন ।

১৫. একটু সময় ব্যয় করে Scroll করে একদম নিচে চলে জান ।

১৬. IMacro তে "Play Loop" ক্লিক করুন ।

১৭. এটি ইনভাইটেশন করা শুর করবে । মনের ভুলেও ট্যাব বা উইন্ডো বন্ধ করবেন না শেষ না হওয়া পর্যন্ত ।

আমি নিজে try করে আপনাদের কে দিলাম । কোন প্রকার কটু মন্তব্য করার পূর্বে সব গুলো ধাপ সঠিক ভাবে করেছেন কিনা চেক করে নিন । ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ