Ad Code

Responsive Advertisement

ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে


ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে     নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস।     কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ     আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ    সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ    পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best:   সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।


নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস। 

 



কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ 
ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে     নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস।     কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ     আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ    সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ    পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best:   সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।


আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ 
ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে     নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস।     কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ     আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ    সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ    পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best:   সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।



সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ 
ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে     নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস।     কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ     আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ    সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ    পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best:   সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।



পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best: 
ফটোগ্রাফার হতে চান? তাহলে অবশ্যই কিছু রুলস মাথায় রাখতে হবে     নিজের সৃষ্টিশীলতার উপরই মূলত ফটোগ্রাফি পুরোটাই নির্ভর করে। এখানে নিজের ভালোলাগাটা সবকিছুর উপর । তবুও কিছু রুলস জানা উচিত। কারণ রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। এবং বুঝতে পারবেন কেন কোন রুলস কাজে লাগে। ফটোগ্রাফারের সুবিধার জন্যই রুলস।     কিছু বেসিক রুল দেয়া হলো নিচে ফটোগ্রাফির। আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সাবলিল ও সহজ রাখুনঃ     আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন। সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ    সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়। চোখে ফোকাস করুনঃ    পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। চোখ হলো পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়। Less is Best:   সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।



সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ