Ad Code

Responsive Advertisement

মাত্র 25$ মূল্যের স্মার্টফোন বাজারে আনছে Mozilla Firefox!

মাত্র ২৫ ডলার মূল্যের স্মার্টফোন বাজারে আসছে মজিলা ফায়ারফক্স। প্রযুক্তি বিশ্বে মজিলার এই স্মার্টফোন নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়। তবে কবে বাজারে আসবে এ বিষয়ে কোনও সঠিক তথ্য ছিলো না। তবে এবার মজিলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আনা হবে মজিলার তৈরি ২৫ ডলারের এই স্মার্টফোন।

মজিলার এই স্মার্টফোনটি চলবে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটি তৈরি করার মূল দায়িত্বে আছে ইনটেক্স এবং স্পাইস নামে ভারতের দুইটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই স্মার্টফোনটির চিপ নির্মাণ করবে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্পিডট্রাম।

Mozillaর এই স্মার্টফ এরানটি চলব এর ফায়ারফক্স অপার এরটিং সিস্ট এরম এর। SmartPhone টি তৈরি করার মূল দায়িত্ব এর আছ এর ইনট এরক্স এবং স্পাইস নাম এর ভারত এরর দুইটি প্রতিষ্ঠান। ইতিমধ্য এর প্রক্রিয়া শুরু হয় এরছ এর। আর এই স্মার্টফ এরানটির চিপ নির্মাণ করব এর চীন এরর চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্পিডট্রাম।

Mozillaর এই স্মার্টফ এরানটি চলব এর ফায়ারফক্স অপার এরটিং সিস্ট এরম এর। SmartPhone টি তৈরি করার মূল দায়িত্ব এর আছ এর ইনট এরক্স এবং স্পাইস নাম এর ভারত এরর দুইটি প্রতিষ্ঠান। ইতিমধ্য এর প্রক্রিয়া শুরু হয় এরছ এর। আর এই স্মার্টফ এরানটির চিপ নির্মাণ করব এর চীন এরর চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্পিডট্রাম।

এ স্মার্টফোনে থাকছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৩২০*৪৮০পিক্সেল। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, এফএমরেডিও এবং অন্যান্য সুবিধা থাকবে।

ছবি তোলার জন্য থাকছে ২মেগাপিক্সেলের ক্যামেরা। ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে মজিলা ফায়ারফক্স। ব্রাউজারটি এইচটিএমএল৫ সমর্থন করবে।

 প্রসঙ্গত, গত মার্চ এর ঢাকায় এক অনুষ্ঠান শ এরষ এর ট এরলিনর ডিজিটাল এরর চিফ স্টাট এরজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন বাংলাদ এরশ এরর বাজার এর Mozillaর ২৫ ডলার এর হ্যান্ডস এরট বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয় এরছিল এরন। ইনফোট এরক ড এরস্ক

প্রসঙ্গত, গত মার্চ এর ঢাকায় এক অনুষ্ঠান শ এরষ এর ট এরলিনর ডিজিটাল এরর চিফ স্টাট এরজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন বাংলাদ এরশ এরর বাজার এর Mozillaর ২৫ ডলার এর হ্যান্ডস এরট বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয় এরছিল এরন। ইনফোট এরক ড এরস্ক


নির্ভরযোগ্য একটি তথ্য সূত্রে প্রকাশ, হ্যান্ডসেটটির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছেন।

সূত্রগুলো জানিয়েছে, স্মার্টফোনটির ডিসপ্লের আকার হ৩.৫ ইঞ্চি। এর রেজ্যুলেশন ৩২০ বাই ৪৮০পিক্সেলে।
সাশ্রয়ী ফোনটিতে ছবি তোলার জন্য থাকছে ২ মেগাপিক্সেেলের ক্যামেরা। ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে মজিলা ফায়ারফক্স এবং এর ব্রাউজারটি এইচটিএমএল৫ সমর্থন করবে। এ ছাড়া ওয়াই-ফাই, ব্লুট্রুথ, এফএমরেডিও এবং অন্যান্য সুবিধা থাকবে।

প্রসঙ্গত, গত মার্চে ঢাকায় এক অনুষ্ঠান শেষে টেলিনর ডিজিটালের চিফ স্টাটেজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন বাংলাদেশের বাজারে মজিলার ২৫ ডলারে হ্যান্ডসেট বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ইনফোটেক ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ