Ad Code

Responsive Advertisement

facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!

ফেসবুক (facebook) একটি নতুন application প্রকাশ করেছে যেটি ব্যবহার করে ব্যবহারকারীরা ছদ্মনাম ব্যবহার করে কোনো কিছু শেয়ার করতে পারবেন। বৃহস্পতিবার ‘রুম’ নামে স্বতন্ত্র এই মোবাইল অ্যাপ্লিকেশনটির উন্মোচন করা হয়। ফেসবুক (facebook) এর এই অ্যাপ্লিকেশনটি ( application ) ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের আসল নাম ব্যবহার না করে ফেসবুকে (facebook-এ) একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে। 

 
facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!
facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!

অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দ্বিধাহীনভবে স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে পারে। রুম ( room ) তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ছবি এবং পোস্টের সমন্বয়ে। এর ব্যবহারকারীরা যেকোনো একটি বিষয় নির্বাচিত করার পর অন্যদেরকে এতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন এবং এসব কিছুই ছদ্মনামে পোস্ট করতে পারবেন। রুমের রং, আইকন এবং কভার ফটোও পরিবর্তন করা যাবে ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী।

 

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান। 

 
facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!
facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!

অ্যাপ্লিকেশনটি ( application ) ফেসবুক (facebook) এর জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ২০০৪ সালে যখন ফেসবুকের যাত্রা শুরু হয় তখন ব্যবহারকারীকে সাইন আপ করার সময় তাদের আসল নাম আবশ্যিকভাবে নিবন্ধন করতে হত। বর্তমানে ফেসবুক (facebook) এর গ্রাহক সংখ্যা ১০০ কোটিরও বেশি। 

 

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

 

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

 

 অ্যাপ্লিকেশনটির ব্যাপারে মূল ভূমিকা পালনকারী ফেসবুক (facebook) এর পণ্য ব্যবস্থাপক জোশ মিলার বলেন, ‘অনেক পরিস্থিতি বিবেচনা করেই অ্যাপ্লিকেশনটি ( application )তৈরি করা হয়েছে। কিছু পরিস্থিতিতে হয়ত আপনি চান না মানুষ আপনাকে জানুক আপনি কে। আমরা ব্যবহারকারীকে নমনীয়তা দিতে চাই।’ ভবিষ্যতে রুমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।
facebook এর application "room" এর মাধ্যমে ছদ্মনামে প্রকাশ করুন যেকোন তথ্য!

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ