Ad Code

Responsive Advertisement

এখন হতে মোবাইলে আর সিম দরকার নেই আসুন জেনে নেই কিভাবে, মোবাইল, অন্যান্য।

মোবাইলে আর দরকার হবে না কোন প্রকার সিমের।




এমন এক ধরণের সিম কার্ড উদ্ভাবন করলো অ্যাপল  যেটি ব্যবহার করে একই সংকে একাধিক অপারেটরে সুইচ করা যাবে। এতে আগের মতো নিজের পছন্দের সিম কার্ড ব্যবহারে জন্য সিম কার্ড বার বার মোবাইলে ভরতে হবে না।

ক্যালিফোর্নিয়ায় আইপ্যাড এয়ার-২, আইপ্যাড মিনি-৩ এবং রেটিনা ৫কে ডিসপ্লে সমৃদ্ধ আইম্যাকের আনুষ্ঠানিক অবমুক্তকরণ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ কথা জানিয়েছেন গত বৃহস্পতিবার।

আইপ্যাডে এয়ার-২ এর WiFi+ Cellular এনাবলড ভার্সনে এই ' সফট সিম' ইনস্টল করাই থাকবে এমনটাই বলেছেন এপেলের প্রধান নির্বাহী  । তিনি আরও জানান যে, এটি এখন যুক্তরাজ্যে EE , T-Mobile-এর যুক্তরাষ্ট্রের AT&Sprint অপারেটর সুইচ করা যাবে।

অ্যাপেলের এর আগের সেটগুলোতে সিমের পাশাপাশি অপারেটর সিম ব্যবহার করতে হতো আর এখন কেবল শুধু অ্যাপেলের সিমটিই ব্যবহার করলে হবে, পরে এটি আইফোনেও ইনস্টল করে দেয়া হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল এই সুবিধা চালু করায় এখন এক নতুন প্রতিযোগিতা আরম্ব হবে অ্যাপেলের সাথে প্রতিযোগিতা করা কোম্পানীগুলো।

সীমাবদ্ধতার মধ্যে রয়েছে অ্যাপল ছাড়া অন্য কোনো ডিভাইসে এ সুবিধা পাওয়া যাবে না।


আশা করি পোস্টটি পড়ি ভালো লেগেছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ