Ad Code

Responsive Advertisement

অটো সেলফি তুলুন স্মার্টফোনের ব্যাক ক্যামেরায়

সেলফি তোলা হচ্ছে হালের নতুন ট্রেন্ড। সেলফি এখন তরুনদের কাছে তুমুল জনপ্রিয়, যদিও সব বয়সী মানুষই এখন পছন্দ করেন সেলফি তুলতে। সেলফি তুলতে হলে প্রয়োজন একটি স্মার্টফোনের, যাতে ফ্রন্ট ক্যামেরা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত বেশীর ভাগ স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা স্বল্প মেগা পিক্সেল হওয়ায় নিম্ন মানের ছবি ওঠে। আবার কেউ যদি পিছনের ক্যামেরা ব্যাবহার করে সেলফি তুলতে চেষ্টা করেন সেক্ষেত্রে স্ক্রিন না দেখে ছবি তোলাতে বেশীর ভাগ সময়ই ফেস ফ্রেমের বাইরে থেকে যায় অর্থাৎ সঠিক  ফ্রেমিং হয়না। অনেকের হাতে এখনো পুরোনো মডেলের স্মার্টফোন আছে, যেটাতে শুধু পিছনেই ক্যামেরা আছে সামনে নেই। 

সেলফি তুলুন স্মার্টফোনের ব্যাক ক্যামেরায়     সেলফি তোলা হচ্ছে হালের নতুন ট্রেন্ড। সেলফি এখন তরুনদের কাছে তুমুল জনপ্রিয়, যদিও সব বয়সী মানুষই এখন পছন্দ করেন সেলফি তুলতে। সেলফি তুলতে হলে প্রয়োজন একটি স্মার্টফোনের, যাতে ফ্রন্ট ক্যামেরা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত বেশীর ভাগ স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা স্বল্প মেগা পিক্সেল হওয়ায় নিম্ন মানের ছবি ওঠে। আবার কেউ যদি পিছনের ক্যামেরা ব্যাবহার করে সেলফি তুলতে চেষ্টা করেন সেক্ষেত্রে স্ক্রিন না দেখে ছবি তোলাতে বেশীর ভাগ সময়ই ফেস ফ্রেমের বাইরে থেকে যায় অর্থাৎ সঠিক  ফ্রেমিং হয়না। অনেকের হাতে এখনো পুরোনো মডেলের স্মার্টফোন আছে, যেটাতে শুধু পিছনেই ক্যামেরা আছে সামনে নেই।  এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, 'স্মার্ট সেলফি' নামের একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যার সাহায্যে সহযেই স্মার্টফোনটি ঘুরিয়ে পিছনের ভালো লেন্স দিয়ে ঝকঝকে সুন্দর সেলফি তোলা যায়।  'স্মার্ট সেলফি' অ্যাপ্লিকেশনটি ছবি তোলার সময় অটো ফেস ডিটেক্ট করে এবং 'লেফ্ট' 'রাইট' 'ক্লোজার' শব্দ করে নির্দেশনা প্রদান করে। যখনি ফেস ফ্রেমের মাঝে আসে এবং সঠিক ফোকাস হয় তখন অ্যাপ্লিকেশনটি 'চিজ' শব্দ করে, স্বয়ংক্রিয়ভাবে কোন বাটন প্রেস করা ছাড়াই সেলফি তোলে।  তবে কোলাহলপূর্ণ এলাকায় অ্যাপ্লিকেশনটির নির্দেশনা শোনা কষ্টকর এবং এটি ফ্রেমিং সেট করতে স্বাভাবিকের চেয়ে একটু বেশী সময় নেয়।  অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।


এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, 'স্মার্ট সেলফি' নামের একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যার সাহায্যে সহজেই স্মার্টফোনটি ঘুরিয়ে পিছনের ভালো লেন্স দিয়ে ঝকঝকে সুন্দর সেলফি তোলা যায়।

'স্মার্ট সেলফি' অ্যাপ্লিকেশনটি ছবি তোলার সময় অটো ফেস ডিটেক্ট করে এবং 'লেফ্ট' 'রাইট' 'ক্লোজার' শব্দ করে নির্দেশনা প্রদান করে। যখনি ফেস ফ্রেমের মাঝে আসে এবং সঠিক ফোকাস হয় তখন অ্যাপ্লিকেশনটি 'চিজ' শব্দ করে, স্বয়ংক্রিয়ভাবে কোন বাটন প্রেস করা ছাড়াই সেলফি তোলে।

তবে কোলাহলপূর্ণ এলাকায় অ্যাপ্লিকেশনটির নির্দেশনা শোনা কষ্টকর এবং এটি ফ্রেমিং সেট করতে স্বাভাবিকের চেয়ে একটু বেশী সময় নেয়।

অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ