আমরা যারা ওয়েব ডিজাইনিং নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের এই টিউন।
আপনাদেরকে আমি আজ একটি সফটওয়আর দিব যার মাধ্যমে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয় ভাবে ওয়েবসাইট পেজ তৈরী ,জুমলা,ওয়ার্ডপ্রেসস,ড্রুপাল,ব্লগার,ডট নেট নিউক ইত্যাদির টেমপ্লেট ডিজাইনিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। আর এর জন্য আপনাকে এইচ.টি.এম.এল,পি.এইচ.পি,সি.এস.এস,মাইসকুএল ইত্যাদি সম্পর্কে আপনার তিল পরিমান ধারনা না থাকলেও চলবে।
কিভাবে এটি ব্যাবহার করবেন তা নিচে দেখানো হলঃ
চিত্র-১:প্রথমে Artisteer ওপেন করুন।
আপনাদেরকে আমি আজ একটি সফটওয়আর দিব যার মাধ্যমে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয় ভাবে ওয়েবসাইট পেজ তৈরী ,জুমলা,ওয়ার্ডপ্রেসস,ড্রুপাল,ব্লগার,ডট নেট নিউক ইত্যাদির টেমপ্লেট ডিজাইনিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। আর এর জন্য আপনাকে এইচ.টি.এম.এল,পি.এইচ.পি,সি.এস.এস,মাইসকুএল ইত্যাদি সম্পর্কে আপনার তিল পরিমান ধারনা না থাকলেও চলবে।
কিভাবে এটি ব্যাবহার করবেন তা নিচে দেখানো হলঃ
চিত্র-১:প্রথমে Artisteer ওপেন করুন।
![]() |
প্রথমে Artisteer ওপেন করুন। |
চিত্র-২আপনি জুমলা অথাবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন।
![]() |
আপনি জুমলা অথাবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন |
চিত্র-৩: Suggest Design এ ক্লিক করুন।
![]() |
Suggest Design এ ক্লিক করুন। |
চিত্র-৪ Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।
![]() |
Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে। |
চিত্র-৫ আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।
![]() |
আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে। |
চিত্র-৬ Colors & Fonts থেকে টেমপ্লেট এর রঙ ও ফন্ট পরিবর্তন করা যাবে।
![]() |
Colors & Fonts থেকে টেমপ্লেট এর রঙ ও ফন্ট পরিবর্তন করা যাবে। |
চিত্র-৭ Layout থেকে লেআউটের ডিজাইন,হেডার,ফুটার,মারজিন,প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে।
![]() |
Layout থেকে লেআউটের ডিজাইন,হেডার,ফুটার,মারজিন,প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে। |
চিত্র-৮ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture,Image o Effects যোগ করা যাবে।
![]() |
ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture,Image o Effects যোগ করা যাবে। |
চিত্র-৯ Sheet ট্যাব থেকে শিটের,মার্জিন,প্যাডিং,বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে।
![]() |
Sheet ট্যাব থেকে শিটের,মার্জিন,প্যাডিং,বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে। |
চিত্র-১০ Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্ল্যাশ এনিমেশন যোগ করা যাবে।
![]() |
Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্ল্যাশ এনিমেশন যোগ করা যাবে। |
চিত্র-১১ Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে।
![]() |
Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে। |
চিত্র-১২ Articles ট্যাব থেকে আরটিকেলের হেডিং,হাইপারলিংক,হেডার,ফুটার ইত্যাদি পরিবর্তন করা যাবে।
![]() |
Articles ট্যাব থেকে আরটিকেলের হেডিং,হাইপারলিংক,হেডার,ফুটার ইত্যাদি পরিবর্তন করা যাবে। |
চিত্র-১৩ Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে।
![]() |
Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে। |
চিত্র-১৪ Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
![]() |
Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। |
চিত্র-১৫ Buttons মেনু থেকে বাটনে টেক্সচার,শ্যাডো, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।
![]() |
Buttons মেনু থেকে বাটনে টেক্সচার,শ্যাডো, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়। |
চিত্র-১৬ Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার,টেক্সট,হাইপারলিঙ্ক,ইমেজ,RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়।
![]() |
Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার,টেক্সট,হাইপারলিঙ্ক,ইমেজ,RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়। |
চিত্র-১৭ কাজ শেষ হলে Save As এ গিয়ে সেভ করে রাখতে পারেন।
![]() |
কাজ শেষ হলে Save As এ গিয়ে সেভ করে রাখতে পারেন। |
চিত্র-১৮ Change Templete এ গিয়ে টেমপ্লেটের ধরন পরিবর্তন করতে পারেন।
![]() |
Change Templete এ গিয়ে টেমপ্লেটের ধরন পরিবর্তন করতে পারেন। |
চিত্র-১৯ টেমপ্লেট হিসেবে সেভ করতা চাইলে Export এ গিয়ে Zip হিসেবা সেভ করতে পারেন।
![]() |
টেমপ্লেট হিসেবে সেভ করতা চাইলে Export এ গিয়ে Zip হিসেবা সেভ করতে পারেন। |
চিত্র-২০ Perview in Browser এ গিয়ে টেমপ্লেট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন।
![]() |
Perview in Browser এ গিয়ে টেমপ্লেট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন। |
এবার Artisteer ডাউনলোডের পালাঃ
ডাউনলোড শেষে সেটাপ দিন। সেটাপের সময় দুইবার এরর দেখাতে পারে। দুইবারই YES লেখায় ক্লিক করুন।
![]() |
দুইবারই YES লেখায় ক্লিক করুন |
এবার সিরিয়াল ডাউনলোড করুন এখান থেকে।
বোনাস হিসেবে নিয়ে নিন Best ফ্রী প্রিমিয়াম Newspaper Wordpress Theme।
ধন্যবাদ সবাইকে কষ্টকরে পড়ার জন্য
21 মন্তব্যসমূহ
মাথা নষ্ট আর্টিকেল ভাই ধন্যবাদ এটা দরকার ছিল।
উত্তরমুছুনধন্যবাদ ভাই... উৎসাহ দেয়ার জন্য
মুছুনঅনেক অনেক সুন্দর একটা আর্টিকেল । খুব সহজ হয়ে গেল কঠিন কাজ টা ।
উত্তরমুছুনআপনাকে অনেক ধন্যবাদ আশিক ভাই...
মুছুনধারুন, একটি সম্পূর্ণ প্যাকেজ। অসাধারণ
উত্তরমুছুনধন্যবাদ ভাই
মুছুনআবারও সাইফুর ভাই এর ঝরে ভেসে গেল সব...। অসাধারন...।
উত্তরমুছুনধন্যবাদ মেহেদী ভাই, আপনাদের উৎসাহ নিয়েই তো বেচে আছি...
মুছুনvai activate korte parsi na. help me please
উত্তরমুছুনভাই এইটা ট্রাই করে দেখেন serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81
মুছুনএকটিভিশন কোড এর ঘরে কি দেবো?
উত্তরমুছুনভাই এইটা ট্রাই করে দেখেন serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81
মুছুনprojuktee.com er template ta ki dawa jaba jaba full ta
উত্তরমুছুনভাই এইটা ট্রাই করে দেখেন serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81
মুছুনserial ti licence key te dibo?naki activation key te dibo
উত্তরমুছুনভাই এইটা ট্রাই করে দেখেন serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81
মুছুনserial key not working....help plzz
উত্তরমুছুনI need help please........i download the software and install it..when i open it needs a license key and a activation key..but u give only serial key.. তাই সিরিয়াল টা কোথায় দিবো??????.. activation or license key??/? Activation হলে license কী পাব কোথায়???
উত্তরমুছুনভাই এইটা ট্রাই করে দেখেন serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81
মুছুনKintu try korbo kothay "activation " or. "License """"" license key pabo koi????????
মুছুন7EBC-C804-D6FB-62A8-IP81 kaj hoinato
উত্তরমুছুনএই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji